আইপিএলের চেয়ে দেশের হয়ে খেলাটা বেশি সম্মানের : মোস্তাফিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৯ এএম, ০৮ সেপ্টেম্বর ২০২০
আইপিএলের চেয়ে দেশের হয়ে খেলাটা বেশি সম্মানের : মোস্তাফিজ

আইপিএলের ১৩তম আসরে বাংলাদেশ জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিতে চেয়েছিল দুইটি ফ্র্যাঞ্চাইজি। তবে বিসিবি অনুমতি না দেওয়ায় খেলা হচ্ছে না তার। বিসিবি খেলার অনুমতি না দিলেও আপত্তি নেই তার। তিনি বলেন, আইপিএলে খেলার চেয়ে দেশের হয়ে খেলাটা অনেক বেশি সম্মানের।

আইপিএলের চলতি আসরের দুটি ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে প্রস্তাব পেয়েছিলেন মোস্তাফিজ। কোভিড-১৯ আতঙ্কের মধ্যেই দুবাইয়ে আয়োজিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। আইপিএলের নিলামে কাটার মাস্টার অবিক্রিত থেকে গেলেও পরে কোভিড-১৯ এর কারণে টুর্নামেন্ট থেকে সরে যায় বেশ কিছু তারকা ক্রিকেটার। ফলে বাংলাদেশি এই পেস বোলারের দিকে ঝুঁকে পড়ে দুইটি দল। কিন্তু মোস্তাফিজকে ছাড়পত্র দিতে রাজি হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খানের মতে, কাকতালীয়ভাবে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের সঙ্গে মিলে গেছে আইপিএল। সফরকালে স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। বিগত কয়েক বছর মোস্তাফিজ লাল বলের নিয়মিত খেলোয়াড় না হলেও তার মতে টেস্ট পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তাকে রাখা হয়েছে।

দ্য ফিজ নামে পরিচিতি পাওয়া এই কাটার মাস্টার অবশ্য মোটা অংকের হাতছানির লোভ সংবরণ করে বলেছেন, ছাড়পত্র না পাওয়াতে তার কোন আক্ষেপ নেই, কারণ তিনি নিজেও আইপিএলের চেয়ে বাংলাদেশের হয়ে খেলতে বেশি পছন্দ করেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আইপিএল আমার দেশের চেয়ে বড় নয়। সুতরাং ছাড়পত্র না পাওয়ায় আমার কোন সমস্যা নেই। এটি নিয়ে আমার কোন আক্ষেপও নেই।’

অবশ্য আইপিএলের কোন দুটি ফ্র্যাঞ্চাইজি মোস্তাফিজকে প্রস্তাব দিয়েছিল তার নাম জানাননি। বরং তার ছাড়পত্রের জন্য বিসিবির সঙ্গে যোগাযোগ করার কথা তিনি জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘আমি তাদের বলেছি বিসিবির সঙ্গে যোগাযোগ করতে। কারণ জানি কাকতালীয়ভাবে শ্রীলঙ্কা সফরের সময় আইপিএল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমার কাছে এই মুহূর্তে শ্রীলঙ্কা সফর বেশি গুরুত্বপূর্ণ।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দেখে নিন আইপিএল-২০২০ এর সূচি

দেখে নিন আইপিএল-২০২০ এর সূচি

আইপিএলের সূচি প্রকাশ

আইপিএলের সূচি প্রকাশ

ক্রিকেট বলে স্যানিটাইজার, নিষিদ্ধ অস্ট্রেলিয়ার পেসার

ক্রিকেট বলে স্যানিটাইজার, নিষিদ্ধ অস্ট্রেলিয়ার পেসার

ভয় ও শঙ্কা নিয়ে আইপিএলে গেলেন উইলিয়ামসন

ভয় ও শঙ্কা নিয়ে আইপিএলে গেলেন উইলিয়ামসন