বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে ক্রিকেটে পাঁচটি নতুন নিয়ম সংযোজন করেছে আইসিসি। যার মধ্যে অন্যতম হলো বলে লালা বা ঘাম ব্যবহার করা যাবে না। তবে অস্ট্রেলিয়ান পেসার মিচ ক্লেডন লালা বা ঘাম ব্যবহার না করলেও বলে স্যানিটাইজার লাগিয়ে নিষিদ্ধ হয়েছেন।
আগস্টে মিডলসেক্সের বিপক্ষে কাউন্টির ম্যাচ চলাকালীন সময় বল উজ্জ্বল করতে স্যানিটাইজার ব্যবহার করেন ক্লেডন। প্রাথমিক তদন্তের পর তাকে দল থেকে সরিয়ে নেয় সাসেক্স। পরে আনুষ্ঠানিক অভিযোগ আসায় ঘটনার তদন্ত করে ক্লাবটি। সবশেষে নিষিদ্ধ করা হলেন এ অস্ট্রেলিয়ান পেসার।
সাসেক্স ক্লাব নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানেয়েছে, অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচ ক্লেডনকে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) বিধিনিষেধ অনুযায়ী নিষিদ্ধ করা হয়েছে। সে মিডলসেক্সের বিপক্ষে খেলার সময় বল-এ হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেছিল।
আইসিসির গাইডলাইনে বলা আছে, ক্রিকেটাররা বল ধরার পূর্বে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে পারবেন। তবে ক্রিকেট বল-এ তা লাগাতে পারবেন না। এছাড়া বল ধরার পর চোখ, নাক বা মুখ কোথাও হাত দেওয়া যাবে না। মাঠে বল নিয়ন্ত্রণ করার জন্য ফিল্ড আম্পায়ারদের হাতে গ্লাভস পরে নামতে হবে।
এর আগে ভুল বসত ক্রিকেট বল-এ দুই-একজন বোলার লালা ব্যবহার করলেও নিয়ম অনুযায়ী মাঠ আম্পায়ার প্রাথমিকভাবে তাদের সতর্ক করে দিয়েছেন। উজ্জ্বলা বাড়াতে বল-এ কোন কিছু ব্যবহার করায় এটাই প্রথম নিষিদ্ধ হওয়ার ঘটনা।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]