নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা এখনো প্রায় মাসের পথ। তবে এর আগে নিজেকে নতুন করে তৈরি করতে মাঠে নেমে পড়লেন সাকিব আল হাসান। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) সেরেছেন নিয়েছেন প্রথম দিনের ফিটনেস সেশন।
যুক্তরাষ্ট্রে থেকে দীর্ঘ পাঁচ মাস পর মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর রাতে দেশে ফিরেছেন সাকিব। ঢাকা পৌঁছেই কোয়ারেন্টাইনে চলে যান তিনি। পরে পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস নেগেটিভ ফল আসে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ফল পাওয়া পরই দুপুরেই বিকেএসপিতে চলে চান এ টাইগার অলরাউন্ডার।
বিকেএসপি সূত্রে জানা গেছে, শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটায় অনুশীলন শুরু করেন সাকিব। শৈশবের কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে রানিং দিয়ে শুরু করেন দিনের কার্যক্রম। কোচ সালাউদ্দিনের অধিনে প্রাথমিকভাবে এক সপ্তাহ চলকে এ অনুশীলন।
এদিকে নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোন অবকাঠামো ব্যবহার করার সুযোগ নেই সাকিবের। সে জন্য অনুশীলনের জন্য বিকেএসপিকে বেছে নিয়েছেন সাকিব। অনুশীলন চলাকালীন সময়ে বিকেএসপির ভিআইপি রেস্ট হাউস মধুমতিতে অবস্থান করবেন তিনি।
সব ঠিক থাকলে ২৯ থেকে নিষেধাজ্ঞা মুক্ত হবেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ওই দিন থেকেই তিনি খেলতে পারবেন। ধারণা করা হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় টেস্টে দেশের জার্সি গায়ে মাঠে দেখা যেতে পারে তাকে। বিসিবি বস পাপনও সংবাদ সম্মেলনে এমনটাই আভাস দিয়েছেন।
তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৩ অক্টোবর। লঙ্কায় সিরিজের দ্বিতীয় টেস্টে খেলার লক্ষ্য নিয়েই নিজেকে প্রস্তুত করার মিশন শুরু করেছেন সাকিব।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]