ইংল্যান্ডের বিপক্ষে ৪ সেপ্টেম্বর থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করছে সফরকারী অস্ট্রেলিয়া। সিরিজকে সামনে রেখে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। দু’ম্যাচের একটিতে সেঞ্চুরি করেছেন গত বছর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে চমক দেখানো মার্নাস লাবুশেন। এছাড়া অ্যালেক্স ক্যারিও করেছে সেঞ্চুরি।
বুধবার (২ সেপ্টেম্বর) ফিঞ্চ ও কামিন্স একাদশের মধ্যে ম্যাচ দুটি অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ম্যাচে ফিঞ্চ একাদশের হয়ে খেলতে নেমে ৫১ বলে সেঞ্চুরি করেছেন লাবুশেন। ঠিক ১০০ রানে রান আউট হন তিনি। ম্যাচে অ্যালেক্স ক্যারি করেন ১০৭ রান।
দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে কামিন্স একাদশকে ৩২ রানে হারিয়েছে ফিঞ্চ একাদশ। দিনের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচেও ২৩ রানে কামিন্স একাদশকে হারিয়েছিল ফিঞ্চ একাদশ।
গত অ্যাশেজ সিরিজে ‘কনকাশন সাব’ হিসেবে খেলতে নামার পর থেকেই এখন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন লাবুশেন। অস্ট্রেলিয়ার হয়ে ১৪ টেস্টে ৪টি সেঞ্চুরি ও ৮টি হাফ-সেঞ্চুরিতে ১৪৫৯ রান করেছেন তিনি। ফলে আইসিসি টেস্ট র্যাংকিংয়ের তৃতীয়স্থানটিও দখল করেছেন তিনি।
অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ফরম্যাটেও উজ্জ্বল লাবুশেন। ৭ ওয়ানডেতে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ৩০৫ রান করেছেন তিনি। তবে এখনো অসিদের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট খেলা হয়নি তার। প্রস্ততি ম্যাচের সেঞ্চুরিটি হয়তো এ সিরিজেই লাবুশানেকে ছোট ফরম্যাটে প্রথমবারের মতো সুযোগ করে দেবে।
টি-টোয়েন্টি খেলার ব্যাপারে আশাবাদী লাবুশেনও। বলেন, ‘আমাদের টপ-অর্ডারে ভালো ব্যাটসম্যান রয়েছে। আমার লক্ষ্য ছিল, আমি যেন বড় ইনিংস খেলতে পারি। যাতে সুযোগ তৈরি হয়। মিডল-অর্ডারে ব্যাটিং করা কঠিন ছিল। তাই টপ-অর্ডারে সুযোগ পেয়ে সেটিকে কাজে লাগানোর চেষ্টা করেছি। আশা করছি, প্রথমবারের মতো টি-টোয়েন্টি খেলার সুযোগ হবে।’
টি-টোয়েন্টি সিরিজ শেষে ইংল্যান্ড সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে অস্ট্রেলিয়া। যা ১১ সেপ্টেম্বর থেকে শুরু হবে।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]