২০২৩ সালে ভারতে ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত নিউজিল্যান্ড ক্রিকেটের কোচ থাকছেন গ্যারি স্টিড। বুধবার (২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) এ তথ্য জানিয়েছে। তারা জানায়, ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত স্টিডের মেয়াদ বাড়ানো হয়েছে।
নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেন, ‘গত সপ্তাহে নির্বাচক প্যানেলের কাছে ইন্টারভিউ দিয়েছেন স্টিড। সেই ভিত্তিতে স্টিডের সাথে চুক্তি নবায়ন করা হয়েছে। আগের চুক্তি অনুযায়ী এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ ছিল স্টিডের। তবে তার পারফরমেন্সে বোর্ড সন্তুষ্ট হওয়ায় নতুন করে মেয়াদ বাড়ানো হয়েছে।’
স্টিডের অধীনে ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপের ফাইনাল খেলে নিউজিল্যান্ড। তবে দুর্ভাগ্যবশত ওই ফাইনালে হেরেছিল কিউইরা। ম্যাচ টাই হলে বেশি বাউন্ডারি ও ওভার বাউন্ডারির হিসেবে হার মানে নিউজিল্যান্ড।
২০২৩ ওয়ানড বিশ্বকাপের আগে আরও দু’টি টি-টোয়েন্টি বিশ্বকাপও পাবেন স্টিড। ২০২১ সালে ভারতে ও ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এ দুই বিশ্বকাপ।
২০১৮ সালের অগাস্টে নিউজিল্যান্ড দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়েন মাইক হেসন। এরপরই দলের দায়িত্ব নেন স্টেড। এবার নতুন করে আরও তিন বছরের জন্য কেন উইলিয়ামসনদের মাস্টারের দায়িত্ব পেলেন তিনি।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]