দেশের জার্সি গায়ে এখানো মাঠে নামা হয়নি তরুণ টাইগার ক্রিকেটার মেহেদী হাসান রানার। সর্বশেষ বঙ্গবন্ধু বিপিএলে নজর কেড়ে যুক্ত হয়েছেন জাতীয় দলের ক্যাম্পে। লকডাউন শেষে শুরু হওয়া টাইগারদের ব্যক্তিগত অনুশীলনে নিজের ফিটনেস নিয়ে কাজ করছেন রানা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সেন্টার উইকেটে শুরু হয়েছে টাইগারদের ব্যাটিং অনুশীলন। সেখানে তামিম-মুশফিকদের বোলিং করে নিজের ফিটনেস নিয়ে কাজ করছেন মেহেদী হাসান রানা। বুধবার (২ সেপ্টেম্বর) অনুশীলন শেষে জানান, নির্দিষ্ট করে সাদা বা লাল বল নয়, উভয় বলেই নিজেকে প্রস্তুত রাখছেন। যেন বিসিবি চাইলে তাকে যেকোন জায়গায় কাজে লাগাতে পারে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেওয়া ভিডিও বার্তায় রানা বলেন, ‘লকডাউনের সময় খেলা ছিল না, বাসায় যতটুকু পেরেছি (অনুশীলন) করেছি। এখন নিজের ফিটনেস ফিরে পাওয়ার জন্য যতটুকু কাজ করার করছি। ফিটনেসটা আল্লাহ রহমতে এখন ভালো রয়েছে। সামনে আরও কয়েকটা সেশন করলে ফিটনেসটা আরও ইমপ্রুভ হবে।’
সর্বশেষ বঙ্গবন্ধু বিপিএলে ভালো খেলে নজর কাড়া এ তরুণ টাইগার ক্রিকেটার বলেন, ‘বিপিএলের পর অনেক বড় একটা ব্রেক ছিল, ব্রেকের পর আবার কামব্যাক করে এসে ফিটনেসটা ফিরে পাওয়া, তারপর বোলিং নিয়ে কাজ করছি। সাদা বলেও করছি, লাল বলেও করছি। যেখানে যেভাবে প্রয়োজন; মানে লাল বলে কী কী করা দরকার ওভাবে করছি, সাদা বলে ভেরিয়েশন করছি, তারপর সুইং -এগুলো করছি। সবকিছু আল্লাহ রহমতে ভালো আছে।’
মিরপুরের অনুশীলন নিয়ে তিনি বলেন, ‘প্রতিদিন ব্যাটসম্যানদের বোলিং করছি, সেন্টার উইকেটে। ব্যাটসম্যানরাও আবার আগের ছন্দে ফিরে আসতেছে আস্তে আস্তে। যেসব জায়গার উম্প্রুভ করার করছে, বোলারদেরও কাজ হচ্ছে। আমি আমারও নিজের ইম্প্রুভ করছি। সাথে যারা আছেন সিনিয়র, মোস্তাফিজ-শফিউল ভাই সবাই মোটামোটি ইম্প্রুভ করছেন।’
নিজের প্রস্তুতি নিয়ে রানা বলেন, ‘আসলে আমি কাজ করছি সাদা বল বা লাল বল ঠিক না; আসলে আমি যেখানেই সুযোগ পাই সেখানেই যেন ভালো করতে পারি। সাদা বল নিয়েও এবং লাল বল নিয়েও ওইভাবে কাজ করে যাচ্ছি। যদি এখানে (শ্রীলঙ্কা সফর) সুযোগ না তবে ফাস্টক্লাস বা বিসিবি যেখানেই টুর্নামেন্ট আয়োজন করে সেখানের জন্য নিজেকে রেডি রাখছি।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]