ব্যক্তিগত কারণ দেখিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন চেন্নাই সুপার কিংসের অন্যতম সেরা ব্যাটসম্যান সুরেশ রায়না। সেই অনুযায়ী দুবাই থেকে দেশেও ফিরেছেন তিনি।
রায়নার এমন সিদ্ধান্ত মেনে নিয়েছে চেন্নাই সুপার কিংস। তবে আইপিএল না খেলায় রায়নার কী পরিমাণ অর্থ হাতছাড়া করতে চলেছেন সেটি জানিয়েছেন চেন্নাই সুপার কিংস দলের মালিক ও সাবেক বোর্ড প্রেসিডেন্ট এন শ্রীনিবাসন।
তিনি বলেন, ‘কাউকে জোর করে আটকে রাখার বিরোধী আমি। আমি কাউকে জোর করে কিছু করাই না। চেন্নাই সুপার কিংস একটা পরিবারের মতো। এখানে সমস্ত সিনিয়র ক্রিকেটারকেই একসাথে থাকা শিখতে হয়। আর রায়না নিশ্চিত ভাবেই উপলব্ধি করবে যে, কত টাকা সে হারাতে চলেছে।’
চেন্নাই সুপার কিংসের একটি সূত্র বলছে, প্রতি মৌসুম থেকে ১১ কোটি টাকা পান রায়না।
এদিকে রায়নার চলে যাওয়া দলের ওপর কোন প্রভাব ফেলবে না বলেও নিশ্চিত করেছেন শ্রীনিবাসন। কারণ, সবকিছু অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নিয়ন্ত্রণেই আছে।
তিনি বলেন, ‘ধোনির সাথে প্রতিনিয়ত কথা হচ্ছে। সে সবকিছুই দেখ-ভাল করছে। সে আমাকে বলেছে, উদ্বেগের কোন কারণ নেই। জুম কলে অন্যান্য খেলোয়াড়দের সাথে কথা বলছে ধোনি। সকলকে বিভিন্ন পরামর্শ দিচ্ছে ও নিরাপদে থাকতে বলছে।’
২০০৮ সালে আইপিএলের প্রথম আসর থেকে চেন্নাইয়ের হয়ে খেলছেন রায়না। চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। আইপিএলের ১২ মৌসুমে ১৯৩ ম্যাচে ১৩৭ দশমিক ১৪ স্ট্রাইক রেটে ৫,৩৬৮ রান করেছেন রায়না।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]