আবারও ‘বাসায় ফিরলো’ বিসিবির কার্যক্রম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৮ এএম, ০২ সেপ্টেম্বর ২০২০
আবারও ‘বাসায় ফিরলো’ বিসিবির কার্যক্রম

চলতি বছরের মার্চে দেশব্যাপী প্রাণঘাতি করোনাভাইরাস ছড়িয়ে পড়লে সতর্কতা হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সকল কার্যক্রম বাসা থেকে করার সিদ্ধান্ত হয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর বিসিবির কার্যালয় খুললেও আবারও বন্ধ করা হচ্ছে। তবে এবার আর দীর্ঘ মেয়াদে নয়, আগামী এক সপ্তাহ বিসিবির সকল কার্যক্রম বাসা থেকে পরিচালনা করবেন বোর্ড কর্মকর্তারা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বিষয়টি সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন। জানান, বাংলাদেশে এখনো করোনা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফলে বিসিবির কর্মীদের সতর্ক রাখার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি সপ্তাহে কর্মীদের বাসা থেকে কাজ করতে বলা হয়েছে।

এদিকে বিসিবির কার্যক্রম বাসা থেকে করা হলেও টাইগারদের চলমান ব্যক্তিগত অনুশীলন যথারীতি চলবে। এ বিষয়ে নুতন কোন নির্দেশনা দেওয়া হয়নি। আগের স্বাস্থ্যবিধি মেনেই নিজেদের অনুশীলন চালিয়েছে যাবেন তামিম-মুশফিকরা।

প্রধান নির্বাহী বলেন, এটা (বাসা থেকে কাজ) সার্বিক নিরাপত্তার জন্য। বলতে পারেন, আমাদের পরিকল্পনার একটি অংশ। মানুষ সাধারণত একটি অভ্যাসে অভ্যস্ত হয়ে গেলে রিল্যাক্স হয়ে যায়।

তিনি আরও বলেন, যদি কারো মধ্যে উপসর্গ দেখা দেয় সেটা ভাবনার বিষয়। সে কারণেই এ সতর্কতা। ঠিক ওয়ার্ক ফ্রম হোম বলা যাবে না। কেননা আমরা শনিবার (৫ সেপ্টেম্বর) থেকে আবারও অফিস শুরু করবো।

এর আগে করোনাভাইরাসের কারণে চলতি বছরের ২২ মার্চ থেকে বিসিবির কর্মকর্তারা বাসা থেকে কাজ শুরু করেন। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে টাইগার ক্রিকেটারদের মাঠে ফেরার অনুমতি দেয় বিসিবি। এবই সাথে দেশের সাতটি ভেন্যু ভাইরাস মুক্ত করে বিসিবি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ফিরছেন সাকিব, অনুশীলনে পাবেন বিসিবির সহায়তা

ফিরছেন সাকিব, অনুশীলনে পাবেন বিসিবির সহায়তা

বাংলাদেশ এইচপি দলের নতুন কোচ র‌্যাডফোর্ড

বাংলাদেশ এইচপি দলের নতুন কোচ র‌্যাডফোর্ড

তিন ধাপে অনুষ্ঠিত হবে ক্রিকেটার যুবাদের প্রশিক্ষণ

তিন ধাপে অনুষ্ঠিত হবে ক্রিকেটার যুবাদের প্রশিক্ষণ

দীর্ঘ মেয়াদে ব্যাটিং কোচ নিয়োগের ভাবনায় বিসিবি

দীর্ঘ মেয়াদে ব্যাটিং কোচ নিয়োগের ভাবনায় বিসিবি