ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও পাকিস্তানের পর এবার অস্ট্রেলিয়াকে আতিথেয়তা দিবে স্বাগতিক ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইলিংশরা। ওই সফরকে সামনে রেখে দল ঘোষণা করেছে ইংল্যান্ড। যেখানে দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার ও পেসার জোফরা আর্চার।
সোমবার (৩১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
করোনা পরবর্তী সময়ে স্বাগতিক ইংলিশরা ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেললেও, প্রথম সিরিজ খেলতে নামছে অস্ট্রেলিয়া। আসন্ন সফরকে সামনে রেখে ১৪ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড ও ১৩ সদস্যের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে ইসিবি। যেখানে জোফরা আর্চার-জস বাটলারদের দলে ফিরিয়েছে ইসিবি।
এছাড়া টি-টোয়েন্টি ও ওয়ানডে স্কোয়াডে জায়গা পেয়েছেন মার্ক উড এবং স্যাম কুরান। শুধু মাত্র ওয়ানডে দলে জায়গা পেয়েছেন ক্রিস ওকস ও জো রুট। জো রুট টি-টোয়েন্টি ক্রিকেটে ফেরার আশা ব্যক্ত করলেও তাকে রাখা হয়নি টি-টোয়েন্টি স্কোয়াডে।
স্কোয়াড ঘোষণা করার সময় প্রধান নির্বাচক এড স্মিথ বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে এই দুটি সিরিজ গ্রীষ্মের এক উত্তেজনা তৈরি করেছে। আমরা শক্তিশালী স্কোয়াড নির্বাচন করেছি। আমরা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দলের গভীরতাও যাচাই করে চলছি।’
এদিকে ইংল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সূচি অনুযায়ী দুই দলের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৪ সেপ্টেম্বর এবং ওয়ানডে সিরিজ শুরু হবে ১১ সেপ্টেম্বর। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ।
টি-টোয়েন্টি স্কোয়াড
ইয়ান মরগান (অধিনায়ক), মইন আলী, জোফরা আর্চার, জোনাথন বেয়ারস্টো, টম ব্যান্টন, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কুরান, টম কুরান, জো ডেনলি, ক্রিস জর্ডান, ডেভিড মালান, আদিল রশিদ ও মার্ক উড।
রিজার্ভ তালিকা : লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ
ওয়ানডে স্কোয়াড:
ইয়ান মরগান (অধিনায়ক), মইন আলী, জো রুট, জোনাথন বেয়ারস্টো, টম ব্যান্টন, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কুরান, টম কুরান, আদিল রশিদ, ক্রিস ওকস, জোফরা আর্চার ও মার্ক উড।
রিজার্ভ তালিকা : জো ডেনলি, সাকিব মাহমুদ
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]