মিরপুরে ফিরছেন মুশফিক, ব্যাট করবেন বোলারের বলে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২১ এএম, ৩১ আগস্ট ২০২০
মিরপুরে ফিরছেন মুশফিক, ব্যাট করবেন বোলারের বলে

ছবি : বিসিবি

বাংলাদেশ ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনে ছুটি ছিল রোববার (৩০ আগস্ট)। একদিনের বিরতি শেষে সোমবার থেকে আবারও শুরু হচ্ছে অনুশীলন। একই সঙ্গে ছয়দিন পর মিরপুরের মাঠে অনুশীলনে ফিরছেন মুশফিকুর রহিম।

রোববার ঢাকায় টাইগারদের চার দিনের অনুশীলন সূচি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে বলা হয়, সোমবার (৩১ আগস্ট) থেকে শুক্রবার (৪ সেপ্টেম্বর) পর্যন্ত চলা ঢাকায় টাইগারদের অনুশীলনে যুক্ত হচ্ছেন মুশফিকুর রহিম।

জাতীয় ক্রিকেট দলের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ব্যক্তিগত কাজে বগুড়ায় গিয়েছিলেন। তবে অনুশীলন বন্ধ রাখেননি তিনি। মিরপুরের ন্যায় নিজ জেলার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুশীলন করেছেন তিনি। গত মঙ্গলবার (২৫ আগস্ট) থেকে বৃহস্পতিবার (২৭ আগস্ট) পর্যন্ত সেখানেই নিজের অনুশীলন সাড়েন মুশফিক

মুশফিরের সাথে শহীদ চান্দু স্টেডিয়ামে অনুশীলন করেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্য খাদিজাতুল কুবরা ও শারমিন সুলতানা। তারা অবশ্য শুরু থেকেই সেখানে অনুশীলন করে আসছেন।

এদিকে ঢাকায় শুরু হওয়া এ অনুশীলনে টাইগার ক্রিকেটাররা ছোট ছোট গ্রুপ হয়ে অনুশীলন করতে পারবেন। করোনাভাইরাসের কারণে যা এতদিন বন্ধ ছিল। বিসিবির সূচি অনুসারে, মোহাম্মদ মিঠুন ও মুশফিকুর রহিম প্রথমে সেন্টার উইকেটে ব্যাট করার সুযোগ পাবেন।

অর্থাৎ, এতদিন বোলিং মেশিনে ব্যাটিং অনুশীলন করলেও সোমবার থেকে বোলারদের বলে ব্যাটিং অনুশীলন করতে পারবেন মুশফিকুর রহিমরা। অন্যদিকে বোলারদেরও আর খালি স্ট্যাম্পে বল করতে হবে না।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ফিরছেন সাকিব, অনুশীলনে পাবেন বিসিবির সহায়তা

ফিরছেন সাকিব, অনুশীলনে পাবেন বিসিবির সহায়তা

দলগত অনুশীলনে নামছে টাইগাররা, শুরুর দিনে ৯ ক্রিকেটার

দলগত অনুশীলনে নামছে টাইগাররা, শুরুর দিনে ৯ ক্রিকেটার

শ্রীলঙ্কা গিয়ে দল ঘোষণা করবে বাংলাদেশ

শ্রীলঙ্কা গিয়ে দল ঘোষণা করবে বাংলাদেশ

শ্রীলঙ্কাতেই তিন-চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

শ্রীলঙ্কাতেই তিন-চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ