সন্তানদের নিরাপত্তায় আইপিএল ছেড়েছেন রায়না

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৬ এএম, ৩১ আগস্ট ২০২০
সন্তানদের নিরাপত্তায় আইপিএল ছেড়েছেন রায়না

ফাইল ফটো

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে করোনা পরীক্ষায় চেন্নাই সুপার কিংসের ১৩ জন খেলোয়াড়ের পজিটিভ ধরা পড়েছে।এর মধ্যে দু’জন ক্রিকেটারও রয়েছেন। তারা হলেন- পেসার দীপক চাহার ও ঋতুরাজ গায়কোয়াড়।

দলের খেলোয়াড়দের করোনা পজিটিভ ঘোষণার পরদিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩দশ আসর থেকে সড়ে দাঁড়ান চেন্নাইয়ে বাঁ-হাতি ব্যাটসম্যান সুরেশ রায়না। হঠাৎ করে রায়নার সড়ে যাওয়ার কথা জানান চেন্নাইয়ের প্রধান নির্বাহী কেএস বিশ্বনাথ।

সে সময় টুইট বার্তায় তিনি জানান, ‘ব্যক্তিগত কারণে সুরেশ রায়না দেশে ফিরে গেছেন। আইপিএলের এবারের আসরে তাকে আর পাওয়া যাবে না। তবে সুরেশ ও তার পরিবারের প্রতি চেন্নাইয়ের সম্পূর্ণ সমর্থন থাকবে।’

আইপিএলের এবারের আসর থেকে রায়নার সড়ে যাওয়ার ভিন্ন কারণ জানিয়েছে ভারতের সংবাদমাধ্যমগুলো। সেখানে রায়না বলেছেন, ‘সন্তানের থেকে কোনও কিছুই গুরুত্বপূর্ণ নয়।’

এদিকে রায়না তখন দুবাইয়ে তখন তার চাচার বাসায় ডাকাতদের হামলার ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় মারা গেছেন সুরেশ রায়নার চাচা অশোক কুমার।

২০ আগস্ট (বৃহসইতবার) রাতে পাঞ্জাবের পাঠানকোটের বাসায় ডাকাতদের হামলায় প্রাণ হারান ৫৮ বছর বয়সী অশোক। এছাড়া তার পরিবারের অন্য আরও চার সদস্য গুরুতর আহত হয়েছেন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএল খেলা হচ্ছে না রায়নার, ফিরছেন দেশে

আইপিএল খেলা হচ্ছে না রায়নার, ফিরছেন দেশে

ধোনির দলে আরও এক ক্রিকেটার করোনা আক্রান্ত

ধোনির দলে আরও এক ক্রিকেটার করোনা আক্রান্ত

হোম অব ক্রিকেটে ফিরলেন নুরুল হাসান সোহান

হোম অব ক্রিকেটে ফিরলেন নুরুল হাসান সোহান

উদ্বোধনী ম্যাচে মাঠে নামা হচ্ছে না ধোনির চেন্নাইয়ের!

উদ্বোধনী ম্যাচে মাঠে নামা হচ্ছে না ধোনির চেন্নাইয়ের!