শ্রীলঙ্কা সফরে সফল হতে করোনার মধ্যেও বাংলাদেশ ক্রিকেট দল কঠোর অনুশীলন করছে বলে জানিয়েছেন বাংলাদেশের পেসার আল-আমিন হোসেন। একই সঙ্গে তিনি আরও বলেন, কোচিং স্টাফরা দেশে ফিরলে আরও ভালোভাবে প্রস্তুতি নেওয়া যাবে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (২৯ আগস্ট) ব্যক্তিগত অনুশীলন করেছেন পেসার আল-আমিন। অনুশীলন শেষে বিসিবির দেওয়া এক ভিডিও বার্তায় আল-আমিন এসব কথা বলেন।
আল-আমিন বলেন, ‘বিসিবির আয়োজনে গত দু’সপ্তাহ ধরে আমরা ব্যক্তিগত অনুশীলন করছি। তবে এ সপ্তাহ থেকে ব্যাটসম্যানদের বোলিং করার সুযোগ পেয়েছি। যা বোলার হিসেবে আমাদের আনন্দ দিচ্ছে। করোনার জন্য স্বাস্থ্যবিধি কারণে এতদিন ব্যাটসম্যানদের বোলিং করতে পারিনি।’
তিনি বলেন, ‘এতদিন ভার্চুয়ালি মিটিং মাধ্যমে কোচদের দেওয়া পরামর্শে আমরা সবকিছু করেছি। আর এখন মাঠের কঠোর অনুশীলন করছি। আশা করছি, সামনের সপ্তাহ থেকে পুরোদমে অনুশীলন শুরু করতে পারবো। সবকিছু মিলিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য আমাদের ভালো অনুশীলন হচ্ছে।’
২০১৩ সালে টেস্ট অভিষেকের পর সাতটি ম্যাচ খেলেছেন আল-আমিন। সাত বছরে সাত টেস্ট। টেস্ট দলে নিয়মিত খেলোয়াড় না হলেও সর্বশেষ কলকাতায় বাংলাদেশের প্রথম দিবা-রাত্রির টেস্টে খেলেছেন আল-আমিন।
এরপর দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে স্পিন বোলিংকে জোড় দেওয়ায় দল থেকে বাদ পড়েন আল-আমিন। তবে শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের সিরিজ দিয়ে আবারও টেস্ট দলে ফেরার স্বপ্ন দেখছেন তিনি।
আল-আমিন বলেন, ‘আগামী সপ্তাহে আমাদের কোচিং স্টাফরা দেশে ফিরবেন। আশা করছি তখন থেকে আমরা আরও ভালো অনুশীলন করতে পারবো। আমি মনে করি, কোচিং স্টাফরা দায়িত্ব নেওয়ার পর আমরা আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারবো।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]