হোম অব ক্রিকেটে ফিরলেন নুরুল হাসান সোহান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫২ এএম, ৩০ আগস্ট ২০২০
হোম অব ক্রিকেটে ফিরলেন নুরুল হাসান সোহান

প্রথম থেকে চতুর্থ ধাপের পঞ্চমদিন পর্যন্ত নিজ জেলা খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বক্তিগতভাবে ফিটনেস ও ব্যাটিং অনুশীলন করেছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। চতুর্থ ধাপের শেষ দিনে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের অনুশীলনে যোগ দিলেন সোহান।

শনিবার (২৯ আগস্ট) তামিম ইকবাল-মুমিনুল হক-মাহমুদউল্লাহ রিয়াদদের সাথে ঘাম ঝড়িয়েছেন তিনি। সকাল সাড়ে ৮টায় মিরপুরের স্টেডিয়ামে অনুশীলনে এসেই সরাসরি ইনডোরে ব্যাটিং অনুশীলনে যান সোহান। বোলিং মেশিনে ব্যাটিং অনুশীলন করেন তিনি। এরপর জিম ও জগিং করেন সোহান।

sportsmail24

এছাড়া আজ যথাসময়ে অনুশীলন করেছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও স্পিনার তাইজুল ইসলাম।

চলতি বছরের অক্টোবরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে অনুশীলন ক্যাম্প শুরু না হলেও দেশের বিভিন্ন ভেন্যুতে অনুশীলনে নেমে পড়েছেন ক্রিকেটারা। যার সার্বিক তত্ত্বাবধায়নে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যাচ পণ্ড হওয়ার আগে ওল্ড ট্রাফোর্ডে ব্যান্টন জড়

ম্যাচ পণ্ড হওয়ার আগে ওল্ড ট্রাফোর্ডে ব্যান্টন জড়

ছক্কায় নিজের গাড়ির কাঁচ ভাঙলেন ও’ব্রায়ান

ছক্কায় নিজের গাড়ির কাঁচ ভাঙলেন ও’ব্রায়ান

৪৫০ মিলিয়ন ডলার ক্ষতির মুখে ক্রিকেট অস্ট্রেলিয়া

৪৫০ মিলিয়ন ডলার ক্ষতির মুখে ক্রিকেট অস্ট্রেলিয়া

যে কারণে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন রায়না

যে কারণে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন রায়না