বোলিং মেশিনে প্রাকটিসে ‘ভয়’ পেয়েছিলেন সাদমান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৩ এএম, ২৭ আগস্ট ২০২০
বোলিং মেশিনে প্রাকটিসে ‘ভয়’ পেয়েছিলেন সাদমান

আঙুলে অস্ত্রোপচারের পর ফিটনেস ফিরে পেয়েছেন বাংলাদেশের টেস্ট ওপেনার সাদমান ইসলাম অনিক। তবে ইনজুরি থেকে ফিরে বোলিং মেশিনে ব্যাটিং অনুশীলন করার প্রথম দিকে ভয়ে ছিলেন তিনি। কারণ, একদিকে ইনজুরি থেকে ফেরা, অন্যদিকে আগে কখনো বোলিং মেশিনে ব্যাট করা হয়নি।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (২৬ আগস্ট) ব্যক্তিগত অনুশীলন শেষে বিসিবির এক ভিডিও বার্তায় তিনি এসব কথা জানান।

সাদমান বলেন, ‘ব্যক্তিগত অনুশীলনের জন্য মাঠে ফিরে আসার পর আমি ভয় পেয়েছিলাম। বোলিং মেশিনে আমি ব্যাট করতে পারবো কি-না। কিন্তু পরে ব্যাটিং শুরু করলাম আর বুঝতে পারলাম, কোন ব্যাথা নেই এবং ধীরে ধীরে ব্যাট ধরার শক্তিও পেয়েছি।’

তিনি বলেন, ‘আগামীতে সিরিজ আছে এবং ঘরোয়া ক্রিকেট শুরু হতে পারে। তাই আমি আবারও ক্রিকেট খেলতে প্রস্তুত হচ্ছি। আমি ভালো অনুভব করছি এবং এখন ফিট আছি।’

করোনার কারণে লকডাউনের আগে অস্ট্রেলিয়ায় হাতে আঙুলের অস্ত্রোপচার করিয়েছেন সাদমান। অস্ট্রেলিয়ায় সার্জারি শেষে দেশে ফিরেই করোনাভাইরাসের কারণে লকডাউনে পড়েন এবং খেলা থেকে দূরে থাকেন তিনি। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পুনর্বাসন কার্যক্রম চালিয়ে গেছেন তিনি।

সাদমান বলেন, ‘সবসময় বাড়িতে থাকাটা সত্যিই অনেক কঠিন ছিল। নিজেকে উৎসাহ দিতে নিজের ব্যাটিং ভিডিওগুলো দেখেছি। পুনর্বাসন শেষে আমি ব্যাটিং শ্যাডো অনুশীলন করি।’

২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় সাদমানের। ওই টেস্ট দিয়ে ক্রিজে টিকে থাকার পারফরমেন্স প্রদর্শন করেন তিনি। তার পারফরমেন্সের কারণে নির্বাচকরা তাকে দলে রেখেছিলেন।

সাদমান বলেন, ‘আমি যাতে কৌশলগত উন্নতি করতে পারি, সে জন্য আমার ভুলগুলো সংশোধন করার চেষ্টা করেছি। আমার কৌশলের উন্নতির জন্য সে সময় গুরুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচগুলো আমি দেখেছি।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ এইচপি দলের নতুন কোচ র‌্যাডফোর্ড

বাংলাদেশ এইচপি দলের নতুন কোচ র‌্যাডফোর্ড

সাকিবের তিনে খেলা বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট : ম্যাকেঞ্জি

সাকিবের তিনে খেলা বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট : ম্যাকেঞ্জি

তামিমদের ব্যাটিং মাস্টার হলেন উইলিয়ামসনদের সাবেক গুরু

তামিমদের ব্যাটিং মাস্টার হলেন উইলিয়ামসনদের সাবেক গুরু

তিন ধাপে অনুষ্ঠিত হবে ক্রিকেটার যুবাদের প্রশিক্ষণ

তিন ধাপে অনুষ্ঠিত হবে ক্রিকেটার যুবাদের প্রশিক্ষণ