বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) জন্য নতুন হেড কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এইচপি দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন টবি র্যাডফোর্ড।
বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। এর ফলে সাবেক কোচ সাইমন হেলমটের স্থলাভিষিক্ত করা হলেন এ ইংলিশ কোচ।
র্যাডফোর্ডও বাংলাদেশে কাজ করার সুযোগ পেবে বেশ আনন্দ প্রকাশ করেছেন। নিজের কোচিং অভিজ্ঞতা দিয়ে বাংলাদেশের তরুণদের মেধা কাজে লাগিয়ে সাফল্য পেতে চান তিনি।
ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটিং এবং সহকারী কোচ টবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে চলতি বছরের আগস্ট মাস থেকে এক বছরের জন্য চুক্তি করেছেন। এর পলে সেপ্টেম্বর-অক্টোবরে শ্রীলঙ্কায় প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে বাংলাদেশ এইচপি দলের সাথে তার কার্যক্রম শুরু হবে।
বাংলাদেশ এইচপি দলের কোচ হতে পেরে ৪০ বছর বয়সী র্যাডফোর্ড বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্সের প্রধান কোচ হিসাবে নিয়োগ পেয়ে আমি আনন্দিত। বাংলাদেশের অনেক প্রতিভাবান তরুণ ক্রিকেটার রয়েছে এবং আন্তর্জাতিক স্তরে ধারাবাহিক সাফল্যের যাত্রায় তাদের সাথে কাজ করা এবং বিকাশে সহায়তা করা আমার পক্ষে বিশেষ সুযোগ হবে।’
তিনি বলেন, ‘আমি ভবিষ্যতে তাদের খেলোয়াড়দের গঠনে সহায়তা করার এ দুর্দান্ত সুযোগের জন্য বিসিবিকে ধন্যবাদ জানাতে চাই। কাজ শুরু করার তর আমার সইছে না।’
র্যাডফোর্ড বিশ্বের বিভিন্ন একাডেমিতে প্রধান কোচ হিসাবে ভূমিকা পালন করেছেন। বাংলাদেশে তার কোচিং ক্যারিয়ারের প্রথম পরীক্ষা হবে আসন্ন শ্রীলঙ্কা সফর। যেখানে জাতীয় দলের সাথে সফরে যাচ্ছে বাংলাদেশ এইচপি দল।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]