বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ জাতীয় প্রাথমিক দলের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের ভালোভাবে প্রস্তুতি নিতে সহায়তার লক্ষ্যে এ প্রশিক্ষণকে তিন ধাপে ভাগ করা হয়েছে।
প্রাথমিক স্কোয়াডের সব সদস্য ইতোমধ্যে বিকেএসপিতে অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছে। এর আগে তারা সকলেই প্রাণঘাতি করোনাভাইরাস পরীক্ষায় উন্নীত হয়েছে।
টাইগার যুবাদের এ প্রশিক্ষণ ক্যাম্প চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। পরে সেখান থেকেই শ্রীলঙ্কা সফরের জন্য চূড়ান্ত স্কোয়াড বাছাই করা হবে। বাকিদের স্কোয়াড থেকে সরিয়ে দেওয়া হবে।
ব্যাটিং কোচ মেহরাব হোসেন অপি জানান, তিনটি ভিন্ন ভিন্ন অংশ বিভক্ত করা হয়েছে গোটা প্রশিক্ষণ কার্যক্রমকে। ক্রিকেট বোর্ডের মাধ্যমে এক ভিডিও বার্তায় অপি এমন তথ্য জানান।
তিনি বলেন, ‘আমাদের ক্যাম্পটি তিনটি ভিন্ন ভিন্ন পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে আমরা ছেলেদের সুনির্দিষ্ট দক্ষতা নিয়ে কাজ করব। এ পর্বে পেসার, স্পিনার ও ব্যাটসম্যানদের জন্য থাকবে ৫ দিনের স্কিল প্রশিক্ষণ। এরপর শুরু হবে ৮ দিনের নেট সেশন। এ দুই পর্বে ছেলেরা নিজেদের মূল্যায়ন করতে পারবে বলে আশা করছি।’
জাতীয় দলের সাবেক এ ওপেনার বলেন, ‘তৃতীয় ও চূড়ান্ত পর্বে আমরা প্রাথমিক স্কোয়াডের খেলোয়াড়দের সমন্বয়ে তিনটি দল তৈরি করব এবং তাদেরকে নিয়ে কয়েকটি ম্যাচের আয়োজন করব। যা আমাদেরকে চূড়ান্ত দল গঠনে সহায়তা করবে।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]