নিজের ৩৪তম জন্মদিনে শনিবার (২১ আগস্ট) পার্টির আয়োজন করেছিলেন জ্যামাইকান স্প্রিন্টার ও বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। যেখানে বোল্টের পার্টিতে যোগ দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইল। জন্মদিনের পার্টি করে করোনায় আক্রান্ত হয়েছেন বোল্ট। তবে গেইল পার্টিতে যোগ দিলেও হয়েছেন করোনা নেগেটিভ।
জন্মদিনের পার্টি করার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন উসাইন বোল্ট। যদিও তার শরীরে করোনার কোন উপসর্গ নেই। সোশ্যাল মিডিয়ায় করোনা আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর নিজ উদ্যোগে করোনা পরীক্ষার নমুনা দিয়েছেন বোল্ট এবং বাসায় কোয়ারেন্টিনে অবস্থান করছেন। যেখানে পরিবার কিংবা বন্ধুদের প্রবেশের অনুমতি নেই।
এ বিষয়ে টুইটারে নিজের অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় বোল্ট বলেন, ‘সোশ্যাল মিডিয়া বলছে, আমি করোনায় আক্রান্ত। শনিবার পরীক্ষা করেছি। শারীরিকভাবে সুস্থ রয়েছি। করোনার কোন লক্ষণ নেই। তবুও একজন দায়িত্বশীল মানুষ হিসেবে এ সময়ে আমার বন্ধুদের থেকে দূরে, নিভৃতবাসে থাকা উচিত। আমি সেটাই করছি।’
বোল্টের করোনায় আক্রান্ত হওয়ার খবর শুনে চিন্তায় পড়েন ক্যারিবিয়ান দানব। কারণ এখন কোনভাবে করোনায় আক্রান্ত হলে খেলা হবে আইপিএলের ১৩তম আসরের শুরু থেকে। এরপরই নিজের করোনা পরীক্ষা করার গেইল। তাতে দুইবারের পরীক্ষায় দুইবারই নেগেটিভ আসে গেইলের। দুই দফায় করোনা নেগেটিভ আসায় আইপিএলে খেলতে বাধা নেই গেইলের।
চলতি বছরের ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর। যেখানে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে মাঠ মাতাবেন এই ক্যারিবিয়ান তারকা।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]