অলিম্পিয়ান তারকার ক্লাসে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৭ এএম, ২৬ আগস্ট ২০২০
অলিম্পিয়ান তারকার ক্লাসে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা

আটলান্টা (১৯৯৬) ও সিডনি (২০০০) অলিম্পিক্সে ১০০ ও ২০০ মিটার দৌড়ে নিউজ়িল্যান্ডের প্রতিনিধিত্ব করেছিলেন ক্রিস ডোনাল্ডসন। সোমবার (২৪ আগস্ট) কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারদের অনলাইন ট্রেনিং করিয়েছেন ক্রিস। আবু ধাবিতে নিজেদের হোটেল রুমে বসে ক্রিসের অনলাইন ট্রেনিংয়ে যোগ দিয়েছিলেন কুলদীপ যাদব, দীনেশ কার্তিকরা।

২০১৯ সালের বিশ্বকাপের আগে নিউজ়িল্যান্ড ক্রিকেট দলের স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচের দায়িত্ব সামলেছেন ক্রিস। কেন উইলিয়ামসন, জিমি নিশামদের ফিটনেস বৃদ্ধির দায়িত্ব ছিল তাঁর হাতেই। কলকাতার কোচ ব্রেন্ডন ম্যাকালামের বন্ধু হিসেবে এবার কেকেআরের স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচের দায়িত্বে নিলেন তিনি।

ক্রিসের প্রথম ট্রেনিংয়ের ভিডিও দেখে ক্রিকেটারেরা রীতিমতো হাঁপিয়ে উঠছেন। প্রসিদ্ধ কৃষ্ণ মজা করে বলেই দিলেন, ‘বাজ় (ম্যাককুলাম) আগেই বলেছিল ক্রিস আসছে। ওর কাছে ট্রেনিং করে এখন বেশ ভয় করছে।’

কলকাতার হেড কোচ ব্রেন্ডন ম্যাককুলাম বলেন, ‘আমি তো নিজে থেকে ক্রিকেটারদের ট্রেনিং করতে বলতে পারি না। তাই এমন এক জনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম, যার কথা সবাই শুনবে, মেনে চলবে।’

প্রায় ৭৫ দিনের উপরে একই হোটেলের মধ্যে থাকতে হবে দীনেশ কার্তিকদের। ম্যাচ ও অনুশীলন ছাড়া হোটেলের বাইরে বেরোতে পারবেন না কেউ। ঘোরাফেরা সম্পূর্ণ বন্ধ। কী করে অবসর সময় কাটাবেন কুলদীপ যাদব, আন্দ্রে রাসেলরা? ক্রিকেটারদের অবসর সময় কাটানোর জন্য একটি ‘প্লে জ়োন’ তৈরি করা হয়েছে। যেখানে বিভিন্ন ধরনের ইনযোর গেমসের ব্যবস্থা করা হয়েছে।

আবুধাবির হোটেলেই একটি বিশেষ ঘরের ব্যবস্থা করা হয়েছে নাইটদের জন্য। যেখানে রয়েছে টেবল টেনিস বোর্ড, স্নুকার, বোর্ড ফুটবল। এ ছাড়াও থাকছে প্লে স্টেশন। যেখানে বসে বিভিন্ন গেম খেলে সময় কাটাতে পারবেন রাসেলরা। আইপিএল শুরু হওয়ার আগে নাইটদের ‘প্লে জ়োন’-এর পাশে একটি ‘থিয়েটার জ়োন’ করার কথাও হচ্ছে। যেখানে ইচ্ছে মতো নতুন, পুরনো সিনেমা দেখতে পারবেন প্রত্যেকে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দীর্ঘ মেয়াদে ব্যাটিং কোচ নিয়োগের ভাবনায় বিসিবি

দীর্ঘ মেয়াদে ব্যাটিং কোচ নিয়োগের ভাবনায় বিসিবি

আইসিসির হল অব ফেমে আব্বাস-ক্যালিস-লিসা

আইসিসির হল অব ফেমে আব্বাস-ক্যালিস-লিসা

হতাশা নিয়ে ইংল্যান্ড সফরে অ্যালেক্স ক্যারি

হতাশা নিয়ে ইংল্যান্ড সফরে অ্যালেক্স ক্যারি

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে স্কিল বাড়াতে ব্যস্ত রুবেল

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে স্কিল বাড়াতে ব্যস্ত রুবেল