দীর্ঘ মেয়াদে ব্যাটিং কোচ নিয়োগের ভাবনায় বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৩ এএম, ২৪ আগস্ট ২০২০
দীর্ঘ মেয়াদে ব্যাটিং কোচ নিয়োগের ভাবনায় বিসিবি

জাতীয় দলের জন্য দীর্ঘ মেয়াদে ও তিন ফরম্যাটের জন্য একজন ব্যাটিং কোচ নিয়োগের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সীমিত ওভারে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ ছিলেন নেইল ম্যাকেঞ্জি। তবে হঠাৎ করেই নিজ থেকে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ায় পদটি শূন্য হয়।

সীমিত ওভারের পাশাপাশি বাংলাদেশ টেস্ট দলের সাথে কিছু টেস্ট সিরিজেও কাজ করেছেন ম্যাকেঞ্জি। কিন্তু টেস্ট ফরম্যাটের জন্য বাংলাদেশের নিয়মিত ব্যাটিং কোচ ছিলেন না তিনি। হঠাৎ করেই বাংলাদেশের ব্যাটিং কোচের পদ ছাড়েন ম্যাকেঞ্জি। করোনার কারণে পরিবার থেকে দূরে থাকতে পারবেন না জানিয়ে এই দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি।

কিন্তু শ্রীলঙ্কা সফর এগিয়ে আসার কারণে দ্রুতই ব্যাটিং কোচ নিয়োগকে গুরুত্ব দিচ্ছে বিসিবি। এমনটাই বলেছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান। ইতোমধ্যে এই পদের জন্য কিছু কোচের তালিকাও করেছে বিসিবি। আকরাম বলেন, ‘ম্যাকেঞ্জি কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর থেকে আমরা ব্যাটিং কোচে নিয়োগের চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘তিন-চারটি নাম আছে। আমরা একজনকে নিয়োগ দিবো যিনি বাংলাদেশের ক্রিকেটের জন্য মঙ্গলজনক হবেন। এখনও যেহেতু সময় আছে,তাই আমাদের সাবধানতার সাথে এগোতে হবে। আমরা আশা করছি, দ্রুতই আমরা একটি সমাধানে পৌঁছাতে পারবো। তবে একটি বিষয় নিশ্চিত যে, আমরা দীর্ঘমেয়াদের সাথে সব ফরম্যাটে চুক্তির কথা ভাবছি।’

বাংলাদেশ দলে যোগ দিতে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ঢাকায় পৌছানোর নির্ধারিত সূচি ছিল ম্যাকেঞ্জির। কিন্তু হঠাৎ করেই ব্যাটিং কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। যেহেতু তার পরিবার নতুন, তাই পরিবারের নিরাপত্তার কারণে দেশের বাইরে ভ্রমণ করতে চান না তিনি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

‘মানসিক অবসাদে’ ভুগছেন গ্যারি ব্যালেন্স

‘মানসিক অবসাদে’ ভুগছেন গ্যারি ব্যালেন্স

শেষ ওভারের ম্যাচে বোলারদের দাপটে সেন্ট লুসিয়ার জয়

শেষ ওভারের ম্যাচে বোলারদের দাপটে সেন্ট লুসিয়ার জয়

ক্রাওলি-বাটলারের ব্যাটে ইংল্যান্ডের রান পাহাড়

ক্রাওলি-বাটলারের ব্যাটে ইংল্যান্ডের রান পাহাড়

খেলরত্ন অ্যাওয়ার্ডে ভূষিত হলেন রোহিত শর্মা

খেলরত্ন অ্যাওয়ার্ডে ভূষিত হলেন রোহিত শর্মা