হতাশা নিয়ে ইংল্যান্ড সফরে অ্যালেক্স ক্যারি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৯ এএম, ২৪ আগস্ট ২০২০
হতাশা নিয়ে ইংল্যান্ড সফরে অ্যালেক্স ক্যারি

ইংল্যান্ড সফরের জন্য ১৪ আগস্ট ২১ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দলে শুধুমাত্র উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে খেলতে হবে অ্যালেক্স ক্যারিকে। ২০১৮ সাল থেকে অস্ট্রেলিয়ার সীমিত ওভারের ক্রিকেটে পেসার প্যাট কামিন্সের সাথে যৌথভাবে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করে আসছিলেন ক্যারি। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে সহ-অধিনায়ক থাকছেন না তিনি। সহ-অধিনায়কত্ব হারিয়ে হতাশ ক্যারি।

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে বল টেম্পারিং কেলেঙ্কারিতে টালমাটাল হয়ে পড়ে অস্ট্রেলিয়ার ক্রিকেট। ওই অবস্থায় অস্ট্রেলিয়ার প্রধান কোচের দায়িত্ব নেন জাস্টিন ল্যাঙ্গার। দায়িত্ব নিয়ে দলের মধ্যে নিয়মের পরিবর্তন আনেন তিনি। নির্বাচকদের সাথে আলোচনা করে সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়ক অ্যারন ফিঞ্চের সহকারী হিসেবে দু’জনকে দায়িত্ব দেন ল্যাঙ্গার। অর্থাৎ, দলের সহ-অধিনায়ক ক্যারি ও কামিন্স।

কিন্তু এবারের ইংল্যান্ড সফরে পুরনো নিয়মে ফিরে গেলেন ল্যাঙ্গার ও নির্বাচকরা। কামিন্সকে সহ-অধিনায়কের পদে রাখলেও, দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ক্যারিকে। সহ-অধিনায়কত্ব হারিয়ে হতাশ ২৮ বছর বয়সী ক্যারি। ইংল্যান্ড সফরের জন্য দেশ ছাড়ার আগে ক্যারি বলেন, ‘সহ-অধিনায়কত্ব হারালে যে কেউই হতাশ হবে। আমিও তার ব্যতিক্রম নই। তবে গত ২৪ মাস সহ-অধিনায়কের ভূমিকায় থাকার যে সুযোগ পেয়েছি, তাতে আমি সত্যিই কৃতজ্ঞ। আশা করি, আমি হতাশাা কাটিয়ে উঠতে পারবো এবং হাসি মুখে দলের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করবো।’

দল পুরনো মডেলে ফিরে যাওয়ায় খুশি ক্যারি। যাদের হাতে দলের দায়িত্ব, তাতেও খুশি তিনি, ‘পুরনো মডেলে ফিরে যাচ্ছি আমরা। অ্যারন ফিঞ্চ দারুণ অধিনায়ক। বিশ্বকাপে তার অধিনায়কত্ব দারুণ ছিল। কামিন্সও দারুণ। আমার কাছে টিম ম্যানেজমেন্টে সিদ্ধান্ত পরিষ্কার এবং আমি এমন সিদ্বান্তের সাথে স্বাচ্ছন্দ্যবোধ করছি।’

সূচি অনুযায়ী দুই দলের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৪ সেপ্টেম্বর এবং ওয়ানডে সিরিজ শুরু হবে ১১ সেপ্টেম্বর। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ। ইংল্যান্ডে পৌঁছে সিরিজ শুরুর আগে প্রস্তুতি হিসেবে তিনটি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এদিকে করোনাভাইরাসের কারণে দুটি সিরিজই দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রাওলি-বাটলারের ব্যাটে ইংল্যান্ডের রান পাহাড়

ক্রাওলি-বাটলারের ব্যাটে ইংল্যান্ডের রান পাহাড়

খেলরত্ন অ্যাওয়ার্ডে ভূষিত হলেন রোহিত শর্মা

খেলরত্ন অ্যাওয়ার্ডে ভূষিত হলেন রোহিত শর্মা

২০২১ সালের এপ্রিলে আইপিএলের ১৪তম আসর

২০২১ সালের এপ্রিলে আইপিএলের ১৪তম আসর

সবধরনের ক্রিকেটকে বিদায় বললেন ক্যামেরন হোয়াইট

সবধরনের ক্রিকেটকে বিদায় বললেন ক্যামেরন হোয়াইট