শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে করোনা পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে দলগত অনুশীলন শুরু না হলেও শুরু হয়েছে ক্রিকেটারদের একক অনুশীলন। একক অনুশীলনে ফিরে পেসার রুবেল হোসেন জানিয়েছেন, আমার মূল লক্ষ্য শ্রীলঙ্কা সফরের দলে ফেরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক আয়োজিত ব্যক্তিগত অনুশীলনের চতুর্থ পর্বে এসে যোগ দিয়েছেন দেশের ডান-হাতি পেসার রুবেল হোসেন। শনিবার (২২ আগস্ট) থেকে দেশের বিভিন্ন ভেন্যুতে শুরু হয়েছে জাতীয় দলের ক্রিকেটারদের চতুর্থ পর্বের অনুশীলন। এর আগে নিজ শহর বাগেরহাটে বিসিবির নির্দেশিকা অনুসারে জিম সেশন করেছেন রুবেল। সেপ্টেম্বর মাসে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ। তাই বাগেরহাট ছেড়ে অন্যান্য ক্রিকেটারদের সাথে মিরপুর শের-এ বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলনে যোগ দিলেন রুবেল।
চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের সফরে বাংলাদেশের হয়ে টেস্ট খেলেছিলেন রুবেল। ২৫.৫ ওভার বল করে ১১৩ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। কিন্তু দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে সুযোগ হয়নি রুবেলের। শ্রীলঙ্কা সফরে অভিজ্ঞদের দলে নেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তাই আবারও দলে ফিরতে মুখিয়ে রুবেল।
রোববার (২৩ আগস্ট) অনুশীলন শেষে রুবেল বলেন, ‘ইংল্যান্ডে খেলা শুরু হয়েছে, পাকিস্তানও খেলছে তাদের সাথে। আমরাও আশাবাদী, সামনে শ্রীলঙ্কার বিপক্ষে একটি সিরিজ আছে। আমরা সবাই আশাবাদী যে খুব সুন্দরভাবে সিরিজটি হবে। মূলত আমার নজর শ্রীলঙ্কা সিরিজে।’
তিনি আরও বলেন, ‘ওই সিরিজে আমার লক্ষ্য থাকবে দলে সুযোগ পাওয়া, আর সুযোগ পেলে ভালো খেলার চেষ্টা করবো, আপ্রাণ চেষ্টা করবো। আমি সে অনুযায়ী অনুশীলন করছি। ফিটনেস বলেন, বোলিং বলেন, আরও কীভাবে স্কিল বাড়ানো যায় এটা নিয়ে কাজ করছি। আমার মূল নজর শ্রীলঙ্কা সিরিজ।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]