দেশের জার্সিতে নিজেদের সেরাটা উজাড় করে দিয়েও ফেয়ারওয়েল ম্যাচ পাননি ভারতের একাধিক ক্রিকেটার। গত সপ্তাহে ভারতের দুটি বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক ফেয়ারওয়েল ম্যাচ ছাড়াই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন। ধোনির এমন বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে প্রতিক্রিয়া জানিয়েছে ভক্তরা।
যেখানে বেশিরভাগ জনই দাবি তুলেছে ফেয়ারওয়েল ম্যাচ আয়োজনের মাধ্যমে ধোনিকে বিদায় দেওয়অ হোক। ভক্তদের সাথে তাল মিলিয়ে নতুন এক প্রস্তাব দিয়েছেন ভারতের সাবেক পেসার ইরফান পাঠান। যেখানে তিনি প্রস্তাব রেখেছেন বিদায়ী ম্যাচ না খেলেই অবসর নেওয়া ভারতীয় তারকাদের সঙ্গে বর্তমান ভারতীয় দলের একটি ম্যাচ আয়োজন করা হোক।
টুইটারে এক বার্তায় তিনি বলেন, ‘অবসর নেওয়া অনেক ক্রিকেটারই ফেয়ারওয়েল ম্যাচ পাননি। তাঁদের বিদায়ী ম্যাচের কথা বলেন অনেকেই। ফেয়ারওয়েল না পাওয়া সাবেক ক্রিকেটারদের নিয়ে তৈরি একটা দলের সঙ্গে যদি বর্তমান ভারতীয় দলের চ্যারিটি তথা ফেয়ারওয়েল ম্যাচ আয়োজন করা হয়, তা হলে কেমন হবে?’
পাঠানের বেছে নেওয়া রিটায়ার্ড একাদশ:
গৌতম গম্ভীর, বীরেন্দ্র সহবাগ, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, যুবরাজ সিংহ, সুরেশ রায়না, মহেন্দ্র সিংহ ধোনি, ইরফান পাঠান, অজিত আগরকর, জহির খান ও প্রজ্ঞান ওঝা।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]