ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান গ্যারি ব্যালেন্স ‘মানসিক অবসাদে’ ভুগছেন বলে জানিয়েছে তার কাউন্টি দল ইর্য়কশায়ার। শনিবার (২২ আগস্ট) এক বিবৃতিতে এ কথা জানায় ইর্য়কশায়ার।
২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত ইংলিশদের জার্সি গায়ে ২৩টি টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলেছেন ৩০ বছর বয়সী বাঁ-হাতি ব্যাটসম্যান ব্যালেন্স। কোভিড-১৯ এর কারণে দেরিতে শুরু হওয়া মৌসুম ইর্য়কশায়ারের হয়ে কোন ম্যাচ খেলেননি তিনি।
বিবৃতিতে ইর্য়কশায়ার বলেছে, ‘কোভিড-১৯ কারণে দীর্ঘদিন লকডাউনে থাকায় মানসিক দুর্দশা বা অবসাদ ঘিরে ধরেছে ব্যালেন্সকে। সম্প্রতি তার অসুস্থতা ও ব্যক্তিগত সমস্যাগুলোতে প্রকাশ পেয়েছে।’
তারা আরও জানায়, ‘মানসিক লক্ষণগুলো ক্রিকেট মৌসুমে তার শারীরিক প্রস্তুতির উপর অনেক প্রভাব ফেলেছে। বর্তমানে তাকে বিবেচনায় আনতে ও তাকে খেলায় ফিরতে কোন সময় বেঁধে দিতে আমরা ইচ্ছুক নই। ব্যালেন্সের সুস্বাস্থ্য আমাদের কাছে অগ্রাধিকার পাচ্ছে, তাই ক্লাব ও মেডিকেল স্টাফরা সর্বদা তার সাথে কাজ করছে, যাতে দ্রুতই সে ক্রিকেটে ফিরতে পারে।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]