পদত্যাগ করলেন টাইগারদের ব্যাটিং কোচ ম্যাকেঞ্জি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৬ এএম, ২২ আগস্ট ২০২০
পদত্যাগ করলেন টাইগারদের ব্যাটিং কোচ ম্যাকেঞ্জি

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে করোনা পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে দায়িত্ব থেকে পদত্যাগ করলেন ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি।

২০১৯ সালে ভারতের বিপক্ষে সিরিজ চলাকালীন সময়ে বাংলাদেশের টেস্ট ব্যাটিং কোচের দায়িত্ব নিয়েছিলেন তিনি। পারিবারিক সমস্যার কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন বলে তিনি জানিয়েছেন। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের সাথে আলাপকালে নিজের পদত্যাগের খবরটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘হ্যাঁ, আমি পদত্যাগ করেছি। একমাত্র কারণ হলো পরিবার থেকে দূরে থাকতে হবে। কোভিডের এই পরিস্থিতিতে সব ফরম্যাটের সূচির সাথে মানিয়ে চলাটা আমার নতুন পরিবারের জন্য কষ্টকর হয়ে যাবে। বাংলাদেশ দলের অংশ হতে পারাটা আমার ভালো লাগার জায়গা ছিল। বাংলাদেশ ক্রিকেটের জন্য সব সময়ই আমার দুর্বলতা থাকবে। দারুণ সব ক্রিকেটারের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার।’

এদিকে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছিলেন, ‘আমরা ফরম্যাট জুড়ে আলাদা ব্যাটিং পরামর্শদাতা নেওয়ার চেষ্টা করছি এবং এর মধ্যে যদি কাউকে খুঁজে পাই তাহলে তা চূড়ান্ত করবো।’

শ্রীলঙ্কা সফরে যেতে না চাওয়ায় ম্যাকেঞ্জির বিকল্পও ভাবতে শুরু করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কা সিরিজের জন্য নিউজিল্যান্ডের সাবেক ব্যাটিং কোচ ক্রেইগ ডগলাস ম্যাকমিলানের সাথে কথাও বলেছে বিসিবি। তার সাথে স্বল্পমেয়াদী চুক্তি করতে চাচ্ছে বিসিবি।

বিসিবির ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘বিকল্প হিসেবে কাউকে খুঁজে নিতে হবে। সে যেই আসুক না কেন তাকে স্বল্প মেয়াদে নিয়োগ দেওয়া হবে। বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তাদের মাঝে ম্যাকমিলান একজন। তবে এই মুহূর্তে কিছুই চূড়ান্ত হয়নি। আশা করছি, শিগগিরই বিষয়টি মীমাংসা করবো।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ডের চাওয়া সিরিজ, পাকিস্তানের স্বাধীনতা দিবসের উপহার

ইংল্যান্ডের চাওয়া সিরিজ, পাকিস্তানের স্বাধীনতা দিবসের উপহার

শ্রীলঙ্কা গিয়ে দল ঘোষণা করবে বাংলাদেশ

শ্রীলঙ্কা গিয়ে দল ঘোষণা করবে বাংলাদেশ

ধোনিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেরাতে পারেন মোদি : শোয়েব

ধোনিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেরাতে পারেন মোদি : শোয়েব

দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার করোনায় আক্রান্ত

দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার করোনায় আক্রান্ত