বাংলাদেশের সাথে ২০১৯ সালে টেস্ট খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আফগানিস্তানের স্পিন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ নবী। লাল বলের ক্রিকেট থেকে অবসর নিলেও এখনও সাদা বলের ক্রিকেটে খেলে যাচ্ছেন তিনি। আফগানিস্তানের হয়ে খেলা অবস্থায়ই আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
খুব সম্ভবত প্রথম সক্রিয় ক্রিকেটার হিসেবে কোন ক্রিকেট বোর্ডের সদস্য পদ পেলেন তিনি। নতুন করে চারজনকে বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে এসিবি। যার মাঝে একজন মোহাম্মদ নবী। বাকি তিনজন হলেন, বর্তমান মহিলা বিষয়ক মন্ত্রী হাসিনা সাফি, কান্দাহারের পার্লামেন্ট সদস্য রহুল্লাহ খানজাদা ও আফগানিস্তানের ফার্স্ট ভাইস-প্রেসিডেন্টের সিনিয়র পরামর্শক হারুন মির।
আগের ৫ জন ও নতুন চারজনসহ এসিবি বোর্ডে সদস্য সব মিলিয়ে ৯ জন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এসিবি। খেলা ছাড়ার আগেই নবীকে কেন বোর্ডের গুরুত্বপূর্ণ পদে বসানো হলো, তার ব্যাখ্যা দেয়নি তারা। এসিবি যখন তাকে আফগান ক্রিকেট প্রশাসনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করলেন তখন তিনি অবস্থান করছিলেন ওয়েস্ট ইন্ডিজে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট লুসিয়া জুকসের হয়ে মাঠ মাতাচ্ছেন এ আফগান তারকা।
ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে বরাবরই খেলছেন এই তারকা ক্রিকেটার। সেন্ট লুসিয়া জুকসের হয়ে সিপিএল খেলা শেষে তিনি যোগ দিবেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। সানরাইজার্স হায়দারবাদের হয়ে খেলতে সংযুক্ত আরব আমিরাতের বিমানে উঠবেন তিনি।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]