শ্রীলঙ্কা সফরে টাইগারদের ব্যাটিং পরামর্শক হতে পারেন সাবেক কিউই কোচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪১ এএম, ২১ আগস্ট ২০২০
শ্রীলঙ্কা সফরে টাইগারদের ব্যাটিং পরামর্শক হতে পারেন সাবেক কিউই কোচ

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে করোনা পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। যেখানে পুরো সিরিজে ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জির সার্ভিস মিস করতে পারে টাইগাররা। ম্যাকেঞ্জি না গেলে তার পরিবর্তে দেখা যেতে পারে নিউজিল্যান্ডের সাবেক ব্যাটিং কোচ ক্রেইগ ডগলাস ম্যাকমিলানকে।

তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সেপ্টেম্বরের শেষ দিকে বিমানে ওঠার কথা রয়েছে মুশফিক-মমিনুলদের। তার আগে মিরপুরে এক সপ্তাহের অনুশীলন ক্যাম্প করবে টাইগার ক্রিকেটাররা। মিরপুরে খুব বেশিদিন অনুশীলন করার সুযোগ পাবে না বাংলাদেশ। করোনার কারণে শ্রীলঙ্কাতে গিয়ে মূল অনুশীলন সারতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মিরপুরের অনুশীলন ক্যাম্পে না থাকলেও শ্রীলঙ্কাতে গিয়ে কাজ করতে হবে ম্যাকেঞ্জিকে। তবে শ্রীলঙ্কা সফরে ম্যাকেঞ্জির যাওয়ার সম্ভাবনা খুব কম। ২০১৯ সালে ভারতের বিপক্ষে সিরিজ চলাকালিন সময়ে বাংলাদেশের টেস্ট ব্যাটিং কোচের দায়িত্ব নেন তিনি। শ্রীলঙ্কা সফরে তিনি না গেলে তার বিকল্প ভাবতে হবে বিসিবিকে।

আর সে কারণে আগে থেকেই বিকল্প ভাবতে শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্যাকেঞ্জি কোন ক্রমে না গেলে তার পরিবর্তে পুরো সিরিজে দেখা যেতে পারে নিউজিল্যান্ডের সাবেক ব্যাটিং কোচ ক্রেইগ ডগলাস ম্যাকমিলানকে। তার সাথে স্বল্পমেয়াদী চুক্তি করতে যোগাযোগ করা হচ্ছে। বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান আকরাম খান। সেই সাথে বোঝানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘শ্রীলঙ্কা সফরে ম্যাকেঞ্জির যাওয়ার সম্ভাবনা ৫০-৫০। তবে আমরা তাকে চাই, আর সে কারণেই আমরা তাকে বোঝানোর চেষ্টা করছি। তবে তিনি আগ্রহী বলে মনে হচ্ছে না। যদি এমনটি হয় তাহলে আমাদের বিকল্প হিসেবে কাউকে খুঁজে নিতে হবে। সে যেই আসুক না কেন তাকে স্বল্প মেয়াদে নিয়োগ দেওয়া হবে। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তাদের মাঝে ম্যাকমিলান একজন। তবে এই মুহূর্তে কিছুই চূড়ান্ত হয়নি। আশা করছি আমরা শিগগিরই বিষয়টি মীমাংসা করব।’

২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ শেষে নিউজিল্যান্ডের ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়েন তিনি। তাঁর অধীনে ২০১৫ ও ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে ফাইলালে উঠেছিল নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের জার্সিতে ৫৫ টেস্টের পাশাপাশি খেলেছেন ১৯৭ ওয়ানডে ৮ টি-টোয়েন্টি। ৫৫ টেস্টে করেছেন ৩১১৬, ১৯৭ ওয়ানডেতে ৪৭০৭ ও ৮ টি-টোয়েন্টিতে করেছেন ১৮৭ রান।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তান সফরে যেতে আপত্তি নেই রুটের

পাকিস্তান সফরে যেতে আপত্তি নেই রুটের

দ্বিতীয় ধাপের পরীক্ষায় যুবাদের মাঝে করোনা শনাক্ত

দ্বিতীয় ধাপের পরীক্ষায় যুবাদের মাঝে করোনা শনাক্ত

প্রোটিয়া নারীদের ইংল্যান্ড সফর বাতিল, নেপথ্যে ভ্রমণ বিধিমালা

প্রোটিয়া নারীদের ইংল্যান্ড সফর বাতিল, নেপথ্যে ভ্রমণ বিধিমালা

নারিনের অলরাউন্ড নৈপূণ্যে নাইট রাইডার্সের জয়

নারিনের অলরাউন্ড নৈপূণ্যে নাইট রাইডার্সের জয়