ঈদের ছুটি শেষে মাঠের অনুশীলনে যোগ দিয়েছেন টাইগারদের টেস্ট ক্যাপ্টেন মমিনুল হক ও টি-টোয়েন্টি ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ। এবার মাঠের অনুশীলনে যোগ দিয়ে ক্যাপ্টেনদের কোটা পূরণ করলেন ওয়ানডে দলনেতা তামিম ইকবাল। একই সাথে অনুশীলনে ফিরেছেন মোস্তাফিজুর রহমানও।
মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম করোনা পরবর্তী ব্যক্তিগত অনুশীলনে যোগ দিয়েছে ঈদের আগেই। নিয়মিত না হলেও তার সাথে ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়রাও ছিলেন মিরপুরের মাঠে। ঈদের পর যোগ দিলেন টাইগারদের তিন ফরম্যাটের তিন অধিনায়ক।
লন্ডনে চিকিৎসা শেষে দেশে আসার পর কোয়ারেন্টাইনে ছিলেন তামিম ইকবাল। যা কারণে মমিনুল-মাহমুদউল্লাহ অনুশীলনে যোগ দিলেও ছিলেন না তামিম ইকবাল। কোয়ারেন্টাইন শেষ হওয়ায় রোববার (১৬ আগস্ট) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একক অনুশীলনে দেখা মেলে টাইগারদের ওয়ানডে দলনেতা ও ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবালের।
করোনাভাইরাসের কারণে এতো দিন মাঠের অনুশীলনে অনুপস্থিত থাকলেও ‘হোম ফিটনেস’ চালিয়ে গেছেন তামিম। মাঝে পেটে ব্যথা হওয়ায় চিকিৎসা নিতে লন্ডনে গিয়েছিলেন তিনি। লন্ডনের চিকিৎসকের কাছ থেকে অনুশীলনে ফেরার সবুজ সংকেত পেয়ে মাঠে ফিরেছেন তামিম।
দীর্ঘ পাঁচ মাস পর মাঠের অনুশীলনে ফিরে ব্যাটিং-রানিং দুটোই করেছেন তামিম ইকবাল। প্রথমে ‘ফিটনেস ট্রেনিং’ করেন তিনি। এরপর ইনডোর ব্যাটিং অনুশীলন তামিম।
তামিম ছাড়াও রোববার মিরপুরে অনুশীলন করেছেন মোস্তাফিজুর রহমান। বোলিং অনুশীলন করার সুযোগ না থাকায় মোস্তাফিজ শুধুমাত্র ফিটনেস ট্রেনি করেছেন। এছাড়া নিজেদের অনুশীলন সেরেছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]