সকল জল্পনা-কল্পনা ছাপিয়ে ভারতের স্বাধীনতা দিবসে শনিবার (১৫ আগস্ট) আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন দেশটির সাবেক ও দুইবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ধোনির বিদায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়ে শুভ কামনা জানিয়েছেন টাইগার ক্রিকেটাররা।
২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে জাতীয় দলে বাইরে ছিলেন ধোনি। তারপর থেকেই আলোচনা-সমালোচনা শুরু হয় ধোনির অবসর নিয়ে। অনেকেই ধোনির দলে ফেরার সুযোগ দেখলেও বেশিরভাগ মানুষই সুযোগ দেখছিলেন না তার। অবশেষে সকল আলোচনা-সমালোচনার ইতি টেনেছেন ধোনি নিজেই।
ধোনির বিদায়ের দিনে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন ভক্ত-সমর্থক, সতীর্থ, সাবেক ক্রিকেটর ও রথী-মহারথীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়ে শুভ কামনা জানিয়েছেন টাইগার ক্রিকেটাররাও।
এক টুইট বার্তায় বাংলাদেশের উইকেট-রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম লিখেছেন, ‘আপনি এই খেলার একজন লিজেন্ড। একজন দুর্দান্ত নেতা, দুর্দান্ত উইকেট-রক্ষক, এক দুর্দান্ত ফিনিশার, একজন দুর্দান্ত মানুষ ইত্যাদি এতগুলো গুণাবলী ... আপনাকে স্যালুট এবং আপনাকে অনেক বড় ধন্যবাদ মাহি ভাই।’
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিব আল হাসান লিখেছেন, ‘বিদায় মাহেন্দ্র সিং ধোনি। খেলার মাঠে আপনি ছিলেন নিঃসন্দেহে একজন দুর্দান্ত খেলোয়াড় এবং শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স দিয়ে আপনি অনুপ্রাণিত করেছেন লাখো মানুষকে। আপনার সুন্দর ভবিষ্যতের জন্য রইলো শুভ কামনা।’
বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘আমার ক্রিকেট ক্যারিয়ারে আপনি দুর্দান্ত অনুপ্রেরণা হয়ে আছেন। আমি আপনার ক্রিকেট ক্ষমতা, সিদ্ধান্ত গ্রহণকে শ্রদ্ধা করি। আপনি যে পরিস্থিতিতেই থাকুন না কেন আপনার শান্তি কামনা করি। আমি যখন আপনার ঘোষণাটি শুনেছি তখন আমি সত্যিই ব্যথিত হয়েছিলাম। ধন্যবাদ মাহি ভাই।’
এছাড়া ধোনির বিদায়ের দিনে বার্তা দিয়েছেন পেসার রুবেল হোসেন, সাব্বির রহমান, নুরুল হাসান সোহান, শাহরিয়ার নাফীস, ওপেনার এনামুল হক বিজয়সহ আরও বেশ কয়েকজন ক্রিকেটার।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস