সমস্ত কিছু এড়িয়ে যাওয়ার জন্য ধন্যবাদ : ধোনির বিদায়ে কোহলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫০ এএম, ১৬ আগস্ট ২০২০
সমস্ত কিছু এড়িয়ে যাওয়ার জন্য ধন্যবাদ : ধোনির বিদায়ে কোহলি

অনেক জল্পনা-কল্পনা শেষে আন্তর্জতিক ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের সাবেক অধিনায়ক ও দুইবারের বিশ্বকাপ জয়ী মহেন্দ্র সিং ধোনি। ধোনির বিদায়ের দিনে সমস্ত কিছু এড়িয়ে যাওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি।

২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে জাতীয় দলে বাইরে ছিলেন ধোনি। তারপর থেকেই আলোচনা-সমালোচনা শুরু হয় ধোনির অবসর নিয়ে। অবশেষে বস আলোচনা-সমালোচনার ইতি টানলেন ধোনি নিজেই। শনিবার (১৫ আগস্ট) নিজ দেশ ভারতের স্বাধীনতা দিবসে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিদায়ের ঘোষণা দেন তিনি।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ধোনি লিখেন, ‘আপনাদের ভালবাসা এবং সর্বত্র সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। এখন থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসাবে বিবেচনা করুন।’

ধোনির বিদায়ের পর অজস্র ‍টুইট ‍কিংবা বার্তায় ভরে গেছে সামাজিক যোগাযোগমাধ্যম। ধোনির বিদায়েল দিনে টুইট করেছেন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। যেখানে সমস্ত কিছু এড়িয়ে যাওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন কোহলি।

এক টুইট বার্তায় তিনি লিখেন, ‘প্রত্যেক ক্রিকেটারকে একদিন এই যাত্রা শেস করতে হবে। যখন এতটা কাছে থেকে জানতে পেরেছেন যে সিদ্ধান্তটি ঘোষণা করেন, তখন আপনি আবেগকে আরও বেশি অনুভব করেন। আপনি দেশের জন্য যা করেছেন তা সর্বদা সবার হৃদয়ে থাকবে।’

তিনি আরও লিখেন, ‘তবে আপনার কাছ থেকে আমি যে পারস্পরিক শ্রদ্ধা ও উষ্ণতা পেয়েছি তা সর্বদা আমার মধ্যে থাকবে। বিশ্ব অর্জনগুলো দেখেছে, আর আমি সেই ব্যক্তিকে দেখেছি। সমস্ত কিছু এড়িয়ে যাওয়ার জন্য ধন্যবাদ। আপনার জন্য আমার টুপি খোলা স্যালুট।’

প্রায় ১৬ বছরের ক্যারিয়ারে ভারতের হয়ে ৩৫০ ওয়ানডে, ৯৮ টি-টোয়েন্টি ও ৯০টি টেস্ট খেলেছেন ধোনি। যেখানে ৩৫০ ওয়ানডেতে ১০৭৭৩, ৯৮ টি-টোয়েন্টিতে ১৬১৭ ও ৯০ টেস্টে করেছেন ৪৮৭৬ রান। ক্যারিয়ারে ১০৮ অর্ধ-শতকের পাশাপাশি করেছেন ১৬টি সেঞ্চুরি।

উইকেট-রক্ষক হিসেবে ক্যারিয়ারে বেশ নাম কামিয়েছেন তিনি। উইকেটের পিছনে দাঁড়িয়ে ৮২৯ টি ডিসমিসালের মালিক ধোনি। যেখানে ক্যাচ নিয়েছেন ৬৩৪টি আর স্টাম্পিং করেছেন ১৯৫টি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

তিন পরীক্ষায় পাস করে শ্রীলঙ্কা যেতে হবে টাইগারদের

তিন পরীক্ষায় পাস করে শ্রীলঙ্কা যেতে হবে টাইগারদের

শ্রীলঙ্কা সফরেই দলে ফিরছেন সাকিব

শ্রীলঙ্কা সফরেই দলে ফিরছেন সাকিব

আইপিএলের জন্য আফগান ক্রিকেট সূচিতে পরিবর্তন

আইপিএলের জন্য আফগান ক্রিকেট সূচিতে পরিবর্তন

বাবরকে আইপিএলে দেখতে চান নাসের হুসেইন

বাবরকে আইপিএলে দেখতে চান নাসের হুসেইন