ধোনির বিদায়ে অবসর নিলেন সুরেশ রায়না

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৮ এএম, ১৬ আগস্ট ২০২০
ধোনির বিদায়ে অবসর নিলেন সুরেশ রায়না

ভারতের স্বাধীনতা দিবসে দেশটির ক্রিকেটের জগতে এ যেন ছন্দপতন। মহেন্দ্র সিং ধোনির অবসর ঘোষণার রেশ কাটার আগেই আরও এক ধাক্কা ক্রিকেটপ্রেমীদের জন্য। এবার ২২ গজকে বিদায় জানালেন সুরেশ রায়না।

শনিবার (১৫ আগস্ট) ধোনির মতো রায়নাও সোশ্যাল মিডিয়ায় নিজের এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন।

ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে রায়না লিখেন, ‘তোমার (ধোনি) সঙ্গে খেলাটা বরাবর উপভোগ করেছি মাহি ভাই। অত‍্যন্ত গর্বের সঙ্গে আমি এটা জানাচ্ছি, তোমার সঙ্গে একই জার্নিতে চলতে চাই আমি। ধন্যবাদ ভারত। জয় হিন্দ।’

ক্রিকেট মহলে ধোনির ঘনিষ্ঠ ক্রিকেটার বলেই পরিচিত ছিলেন বাঁহাতি এ ব্যাটসম্যান। ধোনি অধিনায়ক থাকাকালে একচেটিয়া ক্রিকেট খেলেছেন রায়না। তবে ব্যাট হাতে বহু ম্যাচে সাফল্যের সঙ্গে জিতিয়েছেন তিনি।
sportsmail24
জাতীয় দলের জার্সি গায়ে ছাড়াও আইপিএলে ধোনির টিম চেন্নাই সুপার কিংসেই রয়েছেন উত্তরপ্রদেশের মুরাদনগরের ভূমিপুত্র।

ভারতের হয়ে ১৯টি টেস্ট, ২২৬টি ওয়ানডে এবং ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সুরেশ রায়না। ২০১১ সালে ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জয়ী দলেরও সদস্য ছিলেন তিনি। ভারতীয় দলের হয়ে ওয়ানডে ক্রিকেটে সাড়ে পাঁচ হাজারের বেশি রান রয়েছে রায়নার।
sportsmail24
ব্যাট ছাড়া বল হাতেও ভেল্কি দেখিয়েছেন রায়না। টেস্ট ক্রিকেটে ১৩টি ও একদিনের ক্রিকেটে ৩৬টি উইকেট রয়েছে তার নামের পাশে। এছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটেও রয়েছে ১৩টি উইকেট।

তবে ধোনির মতো দীর্ঘদিন ধরে ভারতের জাতীয় ক্রিকেট দলে সুযোগ পাচ্ছিলেন না রায়না। শেষ পর্যন্ত গুরু ধোনির বিদায় জানানোর দিনেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সুরেশ রায়না।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অবশেষে অবসরের ঘোষণা দিলেন ধোনি

অবশেষে অবসরের ঘোষণা দিলেন ধোনি

ধোনির অসহায় মুখই সেদিন জিততে সহায়তা করেছিল : রায়না

ধোনির অসহায় মুখই সেদিন জিততে সহায়তা করেছিল : রায়না

ধোনির সেই ব্যাটিং রহস্য জানালেন রায়না

ধোনির সেই ব্যাটিং রহস্য জানালেন রায়না

করোনা মোকাবেলায় ৫২ লাখ রুপি দিলেন সুরেশ রায়না

করোনা মোকাবেলায় ৫২ লাখ রুপি দিলেন সুরেশ রায়না