সিপিএল থেকে সরে দাঁড়ালেন সারওয়ান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০০ এএম, ১৫ আগস্ট ২০২০
সিপিএল থেকে সরে দাঁড়ালেন সারওয়ান

চলতি আগস্ট মাসের ১৮ তারিখ থেকে শুরু হচ্ছে এ বছরের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। শুরুর ঠিক আগ মূর্হুতে জ্যামাইকা তালাওয়াসের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটসম্যান রামনারেশ সারওয়ান। এর আগে সরে দাঁড়িয়েছেন ক্রিস গেইল।

বৃহস্পতিবার ‘ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো নিউজডে’কে এমনটাই জানিয়েছেন তালাওয়াসের প্রধান নির্বাহী জেফ মিলার। মিলার জানান, ব্যক্তিগত কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন সারওয়ান। তিনি বলেন, ‘তালাওয়াসের সহকারী কোচের পদে থাকছেন না সারওয়ান। পারিবারিক সমস্যার কথা জানিয়ে সরে গেছেন তিনি।’

সারওয়ানের সরে দাঁড়ানোর পরই ওয়েস্ট ইন্ডিজের সাবেক স্পিনার রায়ান অস্টিন এবং বিনোদ মহারাজকে প্রধান কোচ ফ্লয়েড রেইফারের সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে তালাওয়াস কর্তৃপক্ষ। মিলার বলেন, ‘প্রধানের কোচের পছন্দেই তার সহকারী হিসেবে অস্টিন ও মহারাজকে নিয়োগ দেওয়া হয়েছে।’

ইতোমধ্যে সূচি প্রকাশ করেছে সিপিএল কর্তৃপক্ষ। করোনার কারণে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। পুরো টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ত্রিনিদান অ্যান্ড টোবাগোতে। ত্রিনিদানের ভিন্ন দুটি স্টেডিয়ামে হবে সবগুলো ম্যাচ। যেখানে সেমিফাইনাল ও ফাইনালসহ টারৈাবার ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে হবে ২৩ ম্যাচ আর পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে হবে ১০ ম্যাচ।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠিত হবে দিনে দুই ম্যাচ। যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও ত্রিনবাগো নাইট রাইডার্স। আর দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বার্বাডোস ট্রাইডেন্টস ও সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ট্রিপল সেঞ্চুরিয়ান করুন নায়ারের করোনা জয়

ট্রিপল সেঞ্চুরিয়ান করুন নায়ারের করোনা জয়

যুব দলের কোচিং স্টাফে অপি-তালহা

যুব দলের কোচিং স্টাফে অপি-তালহা

শ্রীলঙ্কায় লম্বা সফর টিম ওয়ার্ক হিসেবে কাজ করবে : সৌম্য

শ্রীলঙ্কায় লম্বা সফর টিম ওয়ার্ক হিসেবে কাজ করবে : সৌম্য

ইমরান খানের উপর চটেছেন মিয়াঁদাদ

ইমরান খানের উপর চটেছেন মিয়াঁদাদ