ভারতের প্রথম সারির ক্রিকেটারদের মধ্যে প্রথম খেলোয়াড় হিসেবে প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ব্যাটসম্যান করুন নায়ার। তবে করোনার বিপক্ষে লড়াইয়ে জয়ী হয়েছেন ভারতের হয়ে ক্যারিয়ারের তৃতীয় টেস্টেই ট্রিপল সেঞ্চুরি করা নায়ার।
আরব আমিরাতে উড়াল দেওয়ার আগে করোনা পরীক্ষা করা হয় ক্রিকেটারদের। যেখানে ৮ আগস্ট করোনা পরীক্ষা হলে ফলাফল পজিটিভ আসে করুন নায়ারের। এরপর দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে ছিলেন এই ব্যাটসম্যান। কোয়ারেন্টাইন শেষে এখন পুরোপুরি সুস্থ নায়ার।
আসন্ন আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের দলে আছেন নায়ার। দলের সাথে সংযুক্ত আরব আমিরাতের যাওয়ার আগে নিয়ম অনুসারে, আরও তিনবার করোনা পরীক্ষা হবে নায়ারের। পরীক্ষায় নেগেটিভ আসলে দলের সাথে বিমানে চড়তে পারবেন তিনি।
ভারতের হয়ে ক্যারিয়ারের তৃতীয় টেস্টে ট্রিপল সেঞ্চুরি করে আলোচনায় আসেন নায়ার। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে চেন্নাইয়ে অপরাজিত ৩০৩ রান করেন তিনি। ওই ট্রিপল সেঞ্চুরির পর জাতীয় দলের হয়ে ভালো কিছু করতে পারেননি নায়ার। পরের চার ইনিংসে ৫৪ রান করে দল থেকে ছিটকে পড়েন তিনি। এখনও দলে সুযোগ পাননি ২০১৬ সালেই ভারতের হয়ে ২টি ওয়ানডে খেলা ২৮ বছর বয়সী নায়ার।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]