সাভারের বিকেএসপিতে কন্ডিশনিং ক্যাম্প শুরুর আগে নতুন কোচিং স্টাফদের পেল অনূর্ধ্ব-১৯ দলের নতুন ব্যাচের খেলোয়াড়রা। যেখানে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক ওপেনার মেহরাব হোসেন অপি, সাবেক পেসার তালহা জুবায়ের ও মোহাম্মদ সেলিমকে।
প্রধান কোচের পদে কোন পরিবর্তন আনেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বছর দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাজ জয়ী আকবর আলীদের কোচ শ্রীলঙ্কার নাভিদ নেওয়াজই থাকছেন। তার সাথে আরও দু’বছরের চুক্তি বাড়িয়েছে বিসিবি। এছাড়া ট্রেনার রিচার্ড স্টোনিয়ারের সাথেও নতুন চুক্তি করা হয়েছে।
কিন্তু পরিবর্তন হয়েছে বোলিং ও ফিল্ডিং কোচের ক্ষেত্রে। সাথে নতুন করে ব্যাটিং কোচের পদ অর্ন্তভুক্ত করা হয়েছে। ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ট্রফি ধরে রাখার লক্ষ্যে এমন কোচিং লাইন আপ নির্ধারণ করেছে বিসিবি।
আকবর আলীর নেতৃত্বাধীন দলের ম্যানেজার ও গেম ডেভলপমেন্ট দলের কোচ জাতীয় দলের সাবেক ওপেনার মেহরাব হোসেন অপিকে অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। জাতীয় দলের সাবেক পেসার তালহা জুবায়ের বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন। আগের বোলিং কোচ মাহবুব আলি জাকিরের পরিবর্তে দায়িত্ব পান তালহা। ফয়সাল হোসেন ডিকেন্সের পরিবর্তে ফিল্ডিং কোচ হয়েছেন মোহাম্মদ সেলিম।
জাতীয় গেম ডেভেলপমেন্টের ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাওসার বলেন, ‘জাকির-ডিকেন্স সত্যিই দারুণ কাজ করেছে। কিন্তু স্থানীয় কোচদের বিভিন্ন দায়িত্ব দিয়ে তাদের সংখ্যা বাড়ানোর দিকে লক্ষ্য স্থির করেছে বোর্ড এবং তাই পরিবর্তনগুলো এসেছে।’
বিসিবি ইতোমধ্যে ৪৫ দলের প্রাথমিক অনূধর্ব-১৯ দল ঘোষণা করেছে। যারা বিকেএসপিতে চার সপ্তাহের স্কিল ট্রেনিংয়ের জন্য আবাসিক ক্যাম্প করবে। ১৫ থেকে ১৯ আগস্ট খেলোয়াড়দের কোভিড-১৯ পরীক্ষা হবে। এরপর ফিটনেস ট্রেনিং সেশন শুরু হবে। ২৩ আগস্ট থেকে শুরু হবে স্কিল ট্রেনিং, যা চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। ক্যাম্প চলাকালিন আটটি অনুশীলন ম্যাচ খেলবে প্রাথমিক স্কোয়াডের খেলোয়াড়রা।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]