পাকিস্তান ক্রিকেটের কিংবদন্তি বলা হয় ইমরান খানকে। দেশটির একমাত্র ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলের অধিনায়কও তিনি। আশি-নব্বইয়ের দশকে সেরা অলরাউন্ডারদের একজনও ছিলেন ইমরান। ক্রিকেট ছাড়ার পর রাজনীতিতে যোগ দেন ইমরান। বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি।
প্রধানমন্ত্রী হিসেব দেশের ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান পৃষ্ঠপোষকও তিনি। তারপরও পাকিস্তানের ক্রিকেটের ধ্বংস করছেন ইমরান, এমনই মন্তব্য করলেন দেশটির আরেক সাবেক অধিনায়ক ও কোচ জাভেদ মিয়াঁদাদ।
১৯৯২ সালে প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপ জিতে পাকিস্তান। ওই দলের অধিনায়ক ছিলেন ইমরান। দলে ছিলেন মিয়াঁদাদও। দু’জনের দীর্ঘদিন একত্রে খেলার অভিজ্ঞতাও রয়েছে। তাই বন্ধুত্বপূর্ণ সর্ম্পকটাও বেশ। কিন্তু পাকিস্তানের বর্তমান ক্রিকেটের প্রেক্ষাপটে ইমরানের সমালোচনা করলেন মিয়াঁদাদ।
ইউটিউবে এক ভিডিও’তে ৬৩ বছর বয়সী মিয়াঁদাদ বলেন, ‘পিসিবির একজন কর্মকর্তারও ক্রিকেট নিয়ে বিন্দুমাত্র জ্ঞান নেই। এ জন্য ক্রিকেট বোর্ড এখন মহা বিপদে। বোর্ডের এই করুণ দশা নিয়ে আমি ব্যক্তিগতভাবে ইমরানের সাথে কথা বলবো। ক্রিকেট বোর্ডের জন্য সঠিক নয়, এমন কাউকে বোর্ডে রাখা যাবে না। বিশেষভাবে যারা দেশের বাইরের, তাদেরকে বোর্ডে রাখার কোন যুুক্তি আমি দেখি না।’
মিয়াঁদাদ মূলত পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খানের দিকে আঙুল তুলেছেন। পাকিস্তানী বংশোদ্ভূত হলেও ইংল্যান্ডে জন্ম ওয়াসিমের। ইংল্যান্ডে পেশাদার ক্রিকেটও খেলেছেন তিনি। ২০১৮ সালের ডিসেম্বরে ওয়াসিমকে প্রধান নির্বাহীর দায়িত্ব দেয় পিসিবি।
এমন একজন ‘বিদেশি’কে ক্রিকেট বোর্ডের বড় পদে পছন্দ নয় মিয়াঁদাদের। তিনি বলেন, ‘আপনি বিদেশ থেকে একজনকে নিয়ে এলেন, সে যদি কিছু চুরি করে নিয়ে পালায় তাকে কীভাবে ধরবেন? বোর্ডের দায়িত্ব পালনের জন্য পাকিস্তানে আর মানুষ নেই? তারা মরে গেছে? যে আপনাদের বাইরে থেকে মানুষ আনতে হবে? আমি চাই পাকিস্তানের মানুষজনই বোর্ডের দায়িত্বে থাকুক।’
দেশের ক্রিকেট বোর্ডের দিকে মোটেও নজর দেন না ইমরান দাবি মিয়াঁদাদের। তিনি বলেন, ‘আমি তোমার (ইমরানের) অধিনায়ক ছিলাম। আমিই সেই মানুষ ছিলাম, যে তোমার জন্য তদবির করেছে। তুমি ভাবো তুমি ছাড়া আর কেউ ক্রিকেট বোঝে না। পিসিবিতে কারা আছে, তাদের নিয়ে আরেকবার ভাবা উচিত।’
দেশের ক্রিকেটের ক্ষতি করায়, ইমরানের অবস্থা মোটেও ভালো নয় বলে মনে করেন মিয়াঁদাদ। ইমরানকে চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়ে তিনি বলেন, ‘রাজনীতির ময়দানে নামলে চোখে আঙুল দিয়ে ভুল ধরিয়ে দিব। সঠিককে সঠিকই বলবো। আর ভুলকে ভুল বলবো। কোনও মুখোশ পরে থাকার পাত্র নই আমি। মিথ্যা, অপরাধকে সহ্য করার মানুষ আমি নই। ইমরান ভুলে যেও না, আমি তোমার অধিনায়ক ছিলাম। রাজনীতির ময়দানেও তোমাকে টক্কর দিতে আমার অসুবিধা হবে না।’
কয়েক বছর হয়ে গেল পাকিস্তানের ডিপার্টমেন্টাল ক্রিকেট বন্ধ করে দেওয়া হয়েছে। এতে অনেক ক্রিকেটার বেকার হয়ে পড়েছে। এটি ঠিক করেনি পিসিবি বলে জানান মিয়াদাদ, ‘যে ক্রিকেটাররা এখন খেলায় আসছে, তাদের ক্রিকেটে কোন ভবিষ্যৎ নেই। ডিপার্টমেন্ট ক্রিকেট বন্ধ করে দিয়ে তাদের সমস্যায় ফেলে দেওয়া হয়েছে।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]