আইপিএলে সুযোগ না পেয়ে ভারতীয় ক্রিকেটারের আত্মহত্যা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৯ পিএম, ১৩ আগস্ট ২০২০
আইপিএলে সুযোগ না পেয়ে ভারতীয় ক্রিকেটারের আত্মহত্যা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরে দল না পেয়ে চরম হতাশায় ভুগছিলেন মুম্বাইয়ের ক্লাবের তরুণ ক্রিকেটার করণ তিওয়ারি। আর সেই হতাশা থেকেই আত্মহত্যা করে বসেন তরুণ এই ক্রিকেটার।

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইনের বোলিং অ্যাকশনের সাথে মিল থাকায় আরব সাগরের পাড়ে ক্লাব ক্রিকেটে ‘জুনিয়র স্টেইন’ হিসেবে ডাকা হতো তাকে। তবে নিজের প্রতিভা মেলে ধরার মঞ্চ পাচ্ছিলেন না কোথাও।

আশা করলেও এবারের আইপিএলে ডাক পাননি কোন দলে। সেই যন্ত্রণা থেকেই নিজেকে শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলেন ২৭ বছর বয়সী এই পেসার। তিনি কখনও মুম্বাইয়ের সিনিয়র দলে খেলেননি। তবে নেটে অনেক বছর ধরেই মুম্বাইয়ের ব্যাটসম্যানদের বল করতেন।

সোমবার (১০ আগস্ট) রাতে মুম্বাইয়ের মালাদে নিজের বাড়িতে সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। যদিও তার কোনও সুইসাইড নোট মেলেনি। ওই বাড়িতে মা ও ভাইয়ের সঙ্গে থাকতেন করন।

পুলিশ জানিয়েছে যে, সোমবার রাতে রাজস্থানে থাকা এক বন্ধুকে সুযোগের অভাবের কথা জানিয়েছিলেন করন। বলেছিলেন হতাশার কথা। মানসিকভাবে তিনি যে ভেঙে পড়েছেন, সেটাও জানান। সেই বন্ধু সঙ্গে সঙ্গে তা জানান করনের বোনকে । সেই বোনের বাড়িও রাজস্থানে। বোন তখন করনের মাকে তা জানা‌ন। কিন্তু, ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। সোমবার রাতে খাওয়া-দাওয়া সেরে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিলেন করন। তার পরই আত্মহত্যা করেন তরুণ এই ক্রিকেটার।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কা সফরে সাকিবের ফেরা নিয়ে ডোমিঙ্গোর ভাবনায় ফিটনেস

শ্রীলঙ্কা সফরে সাকিবের ফেরা নিয়ে ডোমিঙ্গোর ভাবনায় ফিটনেস

শুরুর আগেই পিছিয়ে গেল লঙ্কা প্রিমিয়ার লিগ

শুরুর আগেই পিছিয়ে গেল লঙ্কা প্রিমিয়ার লিগ

আইপিএল আয়োজনে ভারত সরকারের আনুষ্ঠানিক অনুমতি

আইপিএল আয়োজনে ভারত সরকারের আনুষ্ঠানিক অনুমতি

ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন মিসবাহ

ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন মিসবাহ