আত্মীয়ের মৃত্যুতে ইংল্যান্ডের টেস্ট দল থেকে সরে গেলেন ডান’হাতি ব্যাটসম্যান ড্যান লরেন্স। ফলে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের সাথে থাকছেন না তিনি। করোনার কারণে জৈব-সুরক্ষায় আবদ্ধ ‘জীবাণুমুক্ত’ পরিবেশ ছেড়ে পরিবারের কাছে ফিরে গেছেন তিনি।
দ্বিতীয় টেস্টে লরেন্সের সরে যাওয়ার ব্যাপারে এক বিবৃতিতে জানায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তারা জানায়, পরিবারের এক আত্মীয়ের মৃত্যুতে দল ছেড়েছেন তিনি। দ্বিতীয় টেস্টে দলের সাথে থাকবেন না লরেন্স।
ইংল্যান্ডের জার্সিতে কোন ফরম্যাটেই এখনও খেলতে পারেননি লরেন্স। এখনও অভিষেকের অপেক্ষা আছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের রিজার্ভ দলে ছিলেন লরেন্স। সুযোগের আশায় ছিলেন তিনি। স্টোকসের জায়গায় সুযোগের ভালো সম্ভাবনা ছিল তার।
প্রথম শ্রেণির ক্রিকেটে বেশ অভিজ্ঞ লরেন্স। এখন পর্যন্ত ৭০টি ম্যাচে ১০টি সেঞ্চুরি ও ১৭টি হাফ-সেঞ্চুরিতে ৩,৮০৪ রান করেছেন লরেন্স। লরেন্সের বদলি হিসেবে কাউকে দলে নেওয়া হবে কি-না তা জানায়নি ইসিবি।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]