সাভারের বিকেএসপিতে চলতি মাসেই শুরু হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলন ক্যাম্প। ২০২২ সালের যুব বিশ্বকাপকে সামনে রেখে দল সাজাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চার সপ্তাহের অনুশীলন ক্যাম্পের জন্য অনূর্ধ্ব-১৯ দলের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে ডাক পেয়েছে মোট ৪৫ জন ক্রিকেটার।
সোমবার (১০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৫ জন করে মোট তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে এই ৪৫ ক্রিকেটারকে। অনুশীলন ক্যাম্প শুরুর আগে ১৫-১৯ আগস্ট ক্রিকেটারদের করোনা পরীক্ষা করানো হবে। এরপর শুরু হবে ফিটনেস অনুশীলন। ২৩ আগস্ট থেকে শুরু হবে স্কিল ট্রেনিং। যা চলবে চলতি বছরের ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। অনুশীলন ক্যাম্প চলাকালিন সময়ে ৮টি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
অনূর্ধ্ব-১৯ প্রাথমিক দল:
গ্রুপ ১:
মুশফিক হাসান, আরিফ আহমেদ অনিক, ফাহিম হাবিব মোর্শেদ, হাবিবুর রহমান, সানজিদুর রহমান, বায়েজিদ মিয়া রোমান, শাহরিয়ার আলম মাহিন, মুস্তাকিম মিয়া, আশিকুর রহমান আশিক, মহিউদ্দিন তারেক, আহসান হাবিব লিওন, নাঈমুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম সিয়াম, আশরাফুল হাসান রোহান, হাসিব হাওলাদার।
গ্রুপ ২:
অনিক চাকি, অনিক সরকার সেতু, ইমন আলি, মফিজুল ইসলাম রবিন, হৃদয় দেব, ফারদিন খান, ইফতেখান হোসেন ইফতি, হাবিবুর রহমান মুন্না, প্রান্তিক নওরোজ নাবিল, গোলাম কিবরিয়া, মাহফুজুর রহমান রাব্বি, জিল্লুর রহমান, আবু বক্কর আহমেদ, জাকারিয়া ইসলাম শান্ত, আরাফাত ইসলাম।
গ্রুপ ৩:
সাকিব শাহরিয়ার, সোহাগ আলি, মেহরাব হোসেন অহিম, আব্দুল্লাহ আল মামুন, খালেদ হাসান, আইচ মোল্লা, সাগর আহমেদ, রিহাদ খান, সিয়াম আল সাকিব, শাহরিয়ার সাকিব, শাওন কাজি সুমন, মিজবাহ আহমেদ, লিমন হোসেন, মইনুল হাসান।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]