বিসিবির তত্ত্বাবধানে পুরুষ দলের ক্রিকেটাররা অনেক আগেই একক অনুশীলনে ফিরেছে। পুরুষ ক্রিকেটারদের পর একক অনুশীলনে ফিরেছে ৯ নারী ক্রিকেটার। দীর্ঘদিন পর মাঠে ফিরে তৃপ্ত বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম।
সোমবার (১০ আগস্ট) একক অনুশীলন শেষে জাহানারা বলেন, ‘জিম আর বোলিং করেছি। আমাদের তিন দিনের সূচি দেওয়া হয়েছে। পরের দুই দিনও বোলিং আছে। আমাদের প্রথম সপ্তাহে তিন ওভার করে বোলিং করতে বলেছে। আজ তিন ওভারই বোলিং করেছি।
করোনার কারণে দীর্ঘদিন পর মাঠে ফিরলেন জাহানারা আলম। মাঠে ফিরে জিম করার পাশাপাশি বোলিংও করেছেন তিনি। এতদিন পর বোলিং করতে গিয়ে লাইন আর লেংথে কিছুটা সমস্যা হচ্ছে। তবে তার কাছে মনে হচ্ছে স্রেফ এক সপ্তাহ পর মাঠে ফিরেছেন।
তিনি বলেন, ‘এতোদিন পর বোলিং করলাম, লাইন আর লেংথে কিছুটা সমস্যা তো হবেই। এরপরও ১৪টা বল করতে পেরেছি জায়গা মতো। বাকি বলগুলো যে লেংথে করতে চেয়েছি সেই লেংথে করতে পারিনি। যদিও আমার মনে হচ্ছে, এক সপ্তাহ বিশ্রাম নিয়েই মাঠে ফিরেছি। কিন্তু আসলে তো হয়ে গেছে ৫ মাস, এতো লম্বা বিরতির একটা ছাপ তো পড়বেই।’
দীর্ঘদিন পর মাঠে ফেরায় বেশ তৃপ্ত জাহানারা। তবে পুরুষরা অনুশীলনে ফেরার পর যেমন কথা শুনছিলেন তাতে ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। তারা জানিয়েছিলেন, অনেকদিন পর মাঠে ফেরায় মানিয়ে নিতে কিছুটা কষ্ট হচ্ছে। যতটা ভয় পেয়েছিলেন ততটা সমস্যা হয়নি তার।
তিনি বলেন, ‘শান্তি লাগছে। অনেক বেশি তৃপ্তির অনুভূতি হচ্ছে। অনেক দিন পর বোলিং করতে পেরেছি। অনেকেই বলছিল, অনেক দিন পর মাঠে ফিরে মানিয়ে নিতে খুব কষ্ট হচ্ছে। ওদের অবস্থা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। ভাবছিলাম, ওদের এই অবস্থা হলে আমাদের মেয়েদের কী হবে। শেষ পর্যন্ত আমার তেমন কিছুই হয়নি।’
তিনি আরও বলেন, ‘সবকিছু মিলিয়ে আমি অনেক ভালো অনুভব করেছি। অনেকদিন পর বোলিং করলাম, মিরপুরে মাঠে হাঁটলাম। দীর্ঘদিন পর এমন অনুভূতি সত্যিই অসাধারণ। প্রথমদিন অনুশীলন করার পর পিঠ, ঘাড় ও কাঁধে অনেক সময় ব্যথা করে। বিশেষ করে পরদিন ঘুম থেকে উঠার পর। আজকে বোলিং করেছি, কালকে সকালে হয়তো বুঝতে পারবো, কতটা ব্যথা হচ্ছে।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]