একক অনুশীলনে যোগ দিচ্ছেন বাংলাদেশের ৯ নারী ক্রিকেটার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৫ এএম, ১১ আগস্ট ২০২০
একক অনুশীলনে যোগ দিচ্ছেন বাংলাদেশের ৯ নারী ক্রিকেটার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে একক অনুশীলন শুরু করেছেন মুশফিকুরে রহিম- মাহমুদউল্লাহ রিয়াদরা। পুরুষ ক্রিকেটারদের পর এবার একক অনুশীলনে যোগ দিচ্ছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। দেশের তিনটি ভেন্যুতে সোমবার (১০ আগস্ট) থেকে অনুশীলন করবেন ৯ নারী ক্রিকেটার।

রোববার (৯ আগস্ট) রাতে নারী ক্রিকেটারদের অনুশীলনে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। সেই সাথে অনুশীলনের সূচিও প্রকাশ করেছে বিসিবি। অনুশীলনের জন্য নির্বাচিত ভেন্যুগুলো হলো, মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়াম, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম ও বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন করবেন ব্যাটসম্যান শারমিন আক্তার সুপ্তা, উইকেট-রক্ষক ব্যাটসম্যান শামিমা সুলতানা, পেসার জাহানারা আলম, পেস বোলিং অলরাউন্ডার লতা মণ্ডল ও বাঁ’হাতি স্পিনার নাহিদা আক্তার।

খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন করবেন দুই অলরাউন্ডার বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদ ও টি-টোয়েন্টি অধিনায়ক সালমা খাতুন। বগুড়ায় অনুশীলন করবেন অফ স্পিনার খাদিজা তুল কুবরা ও ব্যাটসম্যান শারমিন সুলতানা।

তবে চট্টগ্রাম ও রাজশাহীর ভেন্যুতে থাকছেন না নারী ক্রিকেটারদের কেউ। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বিসিবির তত্ত্বাবধানে অনুশীলনে নেই পুরুষ ক্রিকেটারদের কেউ। মিরপুরে ফিটনেস ট্রেনিংয়ের পাশাপাশি ইনডোরে ব্যাটিং ও ইনডোরের আউটারে বোলিংয়ের জন্যও আলাদা করে রাখা হয়েছে সুনির্দিষ্ট সময়।

এর আগে ১৯ জুলাই থেকে একক অনুশীলন শুরু করে পুরুষ দলে ক্রিকেটাররা। যেখানে ছিলেন মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও শফিউল ইসলামের মতো ক্রিকেটাররা। ঈদের পর দ্বিতীয় ধাপে বেড়েছে ক্রিকেটারের সংখ্যা। যেখানে যোগ দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার ও আফিফ হাসান ধ্রুবের মতো ক্রিকেটাররা।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

শঙ্কা কাটিয়ে চারদিনেই পাকিস্তানকে হারালো ইংল্যান্ড

শঙ্কা কাটিয়ে চারদিনেই পাকিস্তানকে হারালো ইংল্যান্ড

দুই সপ্তাহ আগে মালিককে ইংল্যান্ড পাঠাতে চায় পিসিবি

দুই সপ্তাহ আগে মালিককে ইংল্যান্ড পাঠাতে চায় পিসিবি

হোম সিরিজ দেশের বাইরে খেলতে নারাজ পাকিস্তান

হোম সিরিজ দেশের বাইরে খেলতে নারাজ পাকিস্তান

ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট দলে রবিনসন

ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট দলে রবিনসন