ইংল্যান্ড নয়, দেশেই অনুশীলন করবেন সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪২ এএম, ০৯ আগস্ট ২০২০
ইংল্যান্ড নয়, দেশেই অনুশীলন করবেন সাকিব

ভারতীয় জুয়াড়ি দীপক আগাওয়ালের কাছ থেকে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও আইসিসির দুর্নীতি দমন বিভাগকে না জানানোর অপরাধে এক বছরের (আরও এক বছর স্থগিত রয়েছে) নিষেধাজ্ঞা পেয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। চলতি বছরের ২৯ অক্টোবর মেয়াদ শেষ হচ্ছে সাকিবের নিষেধাজ্ঞার।

নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই ব্যক্তিগত অনুশীলনে ফিরবেন সাকিব। গণমাধ্যমে খবর বেরিয়েছিল যে, চলতি বছরের সেপ্টেম্বর থেকে ইংল্যান্ডের মাটিতে অনুশীলন করবেন সাকিবের। তবে ইংল্যান্ড নয় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে অনুশীলন করবেন তিনি। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম।

তিনি বলেন, ‘সেপ্টেম্বরের শুরুর বিকেএসপিতে অনুশীলন শুরু করবে সাকিব। যেহেতু এখানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে। প্রশিক্ষণ পর্বের সময়সীমা নির্ধারণের পরেও আমাদের প্রয়োজনে এক মাসেরও বেশি সময় লাগতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমরা বিকেএসপির স্পোর্টস সায়েন্স বিভাগ থেকে সাকিবের শারীরিক পরীক্ষা করানোর জন্য সাহায্য নেব যা আমাদের তার বর্তমান অবস্থা বুঝতে সুবিধা হবে। কোচরা এবং প্রশিক্ষকরা তার দেখভাল করবে। যেহেতু আমরা কোচরা সবাই এখানে থাকি তাই আমরা তার সাথে ভালভাবে কাজ করতে পারব।’

নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, শুধু ক্রিকেট কোচই নয় সাকিবের পুনর্বাসনের জন্য অন্যান্য কোচদেরও ব্যবহার করতে চান তারা। তাতে সাকিব বেশ উপকৃত হবে বলে মনে করেন তিনি। তিনি বলেন, ‘ক্রিকেট কোচের পাশাপাশি বক্সিং এবং অ্যাথলেটিক্সের মতো অন্যান্য খেলাধুলার কোচরাও তাকে সহায়তা করবে। তিনি জিম এবং সমস্ত সুযোগ-সুবিধা ব্যবহার করবেন যাতে তার হাতে সমস্ত কিছু থাকবে।’

তিনি আরও বলেন, ‘সাকিব প্রাথমিক পর্যায়ে ফিটনেস ও স্কিল নিয়ে কাজ করবে। তারপর সে সেন্টার উইকেট ব্যবহার করার সুযোগ পাবে। পরবর্তীতে তাকে ম্যাচের অনুকূল পরিবেশ তৈরি করে অনুশীলন করার ব্যবস্থা করে দেওয়া হবে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

২৪ বছরের রেকর্ড ভাঙলেন শান মাসুদ

২৪ বছরের রেকর্ড ভাঙলেন শান মাসুদ

শেখ কামালের নামে ক্রিকেট লিগ আয়োজন করবে বিসিবি

শেখ কামালের নামে ক্রিকেট লিগ আয়োজন করবে বিসিবি

একক অনুশীলনে যোগ দিচ্ছেন মুমিনুল ও মোস্তাফিজ

একক অনুশীলনে যোগ দিচ্ছেন মুমিনুল ও মোস্তাফিজ

চলতি মাসেই শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলন ক্যাম্প

চলতি মাসেই শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলন ক্যাম্প