ভারত সফরে আসছে না ইংল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৪ এএম, ০৮ আগস্ট ২০২০
ভারত সফরে আসছে না ইংল্যান্ড

আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বরে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারত সফরে আসার কথা ছিল ইংল্যান্ড ক্রিকেট দলের। তবে তা এখন আর হয়ে উঠছে না। বিসিসিআই এবং ইসিবির সম্মতিতে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে সিরিজটি।

শুক্রবার (৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

ভারতের করোনা পরিস্থিতি অনুকূলে না থাকায় সিরিজ স্থগিত করা হয়েছে। করোনার কারণে ভারতের মাটিতে ক্রিকেট খেলা সম্ভব না বলে আরব আমিরাতের মাটিতে ইন্ডিয়ান প্রিমিয়াল লিগের (আইপিএল) ১৩তম আসর আয়োজন করতে যাচ্ছে বিসিসিআই। ইংল্যান্ড সিরিজের সূচিতে আইপিএল আয়োজন করবে ভারত। চলতি বছরের ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে আইপিএল। যা ফাইনাল অনুষ্ঠিত হবে ১০ নভেম্বর।

মূলত অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এ সফরটি বিবেচনা করা হয়েছিল। কিন্তু করোনার কারণে বিশ্বকাপ এক বছর পিছিয়ে যাওয়ায় ও ভারতের মহামারী সংক্রমণ দিন-দিন বেড়ে যাওয়ায় সফরটি স্থগিত করা হয়েছে। ২০২১ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলার সূচি রয়েছে। ওই জানুয়ারি বা মার্চের শেষে ভারতীয় ইংল্যান্ড সফরের ব্যাপারে আলোচনা করেছে ইংল্যান্ড ও ভারতের বোর্ড কর্মকর্তারা।

এ ব্যাপারে ইসিবির প্রধান কার্যনির্বাহী টম হ্যারিসন বলেন, ‘আন্তর্জাতিক সূচিতে ভারত-ইংল্যান্ডের মধ্যকার সিরিজটি একটি আর্কষনীয় লড়াই এবং বিসিসিআই’র সাথে আলোচনা করে দ্রুতই সিরিজটির সূচি নির্ধারনের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করবো।’

আর বিসিসিআই সচিব জয় সাহা বলেন, ‘বিসিসিআই ও ইসিবি যেভাবে বর্তমান পরিস্থিতিটি পরিচালনা করেছে তাকে আমি সন্তুষ্ট। লাল ও সাদা বলে ফরম্যাটে পুনরায় সিরিজের সূচি আয়োজনের জন্য আলোচনা হচ্ছে।’

জুলাই মাসে নিজেদের মাঠে বায়ো-সুরক্ষা পরিবেশ ও রুদ্ধদার স্টেডিয়ামে ক্রিকেটকে ফেরায় ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের সাথে তিন ম্যাচের টেস্ট সিরিজের আয়োজন করেছিল ইসিবি। এরপর আয়ারল্যান্ডের সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও সম্পন্ন করেছে তারা। এখন পাকিস্তানের সাথে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ইংল্যান্ড।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

একক অনুশীলনে যোগ দিচ্ছেন মুমিনুল ও মোস্তাফিজ

একক অনুশীলনে যোগ দিচ্ছেন মুমিনুল ও মোস্তাফিজ

চলতি মাসেই শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলন ক্যাম্প

চলতি মাসেই শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলন ক্যাম্প

গিলক্রিস্টের চোখে ধোনিই সেরা

গিলক্রিস্টের চোখে ধোনিই সেরা

আইপিএল নিয়ে আক্ষেপ নেই স্টার্কের

আইপিএল নিয়ে আক্ষেপ নেই স্টার্কের