শেখ কামালের নামে ক্রিকেট লিগ আয়োজন করবে বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৭ এএম, ০৭ আগস্ট ২০২০
শেখ কামালের নামে ক্রিকেট লিগ আয়োজন করবে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী আসর থেকে যুব ক্রিকেট লিগ ‘শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ইয়ুথ ক্রিকেট লিগ’ নামকরণের সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে ও ক্রিকেটে শহীদ শেখ কামালের অবদানের স্বীকৃতি দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালে দেশের আধুনিক খেলাধুলার স্থপতি হিসেবে বিবেচনা করা হয়। দেশের ক্রীড়াঙ্গণে আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম চালু করেছিলেন তিনি। এমন অবদান রেখে দেশকে বিশ্ব ক্রীড়াঙ্গণের কাছে তুলে ধরতে বড় অবদান রেখেছিলেন শেখ কামাল।

বৃহস্পতিবার (৬ আগস্ট) এ বিষয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘এ দেশের আধুনিক খেলাধুলার স্থপতি তিনি এবং দেশের সকল খেলাধুলার উন্নতির জন্য বড় অবদান রয়েছে তার। তাই আমরা তার নামে যুব ক্রিকেট লিগের নামকরণের সিদ্ধান্ত নিয়েছি।’

চারটি অনূর্ধ্ব-১৯ দল নিয়ে প্রতি বছর এ টুর্নামেন্ট আয়োজন করবে বিসিবি গেম ডেভলপমেন্ট। সেখানে প্রত্যক রাউন্ডে চারদিনের ও একদিনের ম্যাচ থাকবে। তরুণ ক্রিকেটারদের পাইপলাইনকে জোরদার করতেই প্রতিবছর এ টুর্নামেন্ট আয়োজন করা হবে।

পাপন আরও বলেন, ‘অনুর্ধ্ব-১৯ দলের ওপর বেশি জোর দিচ্ছি আমরা। সেরা খেলোয়াড় নিয়ে অনূর্ধ্ব-১৯ দল গঠনের জন্যই আমরা এ টুর্নামেন্টের আয়োজন করবো। তাদের প্রতি আরও বেশি মনোনিবেশ করছি, আমরা তাদের পুরস্কার দিয়েছি এবং আমাদের অনূর্ধ্ব-১৯ দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।’

বিসিবি বস বলেন, ‘আমার মনে হয় কামাল ভাই (শেখ কামাল) বেঁচে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন, বাংলাদেশ যুব ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। কামাল ভাই, তৃণমূল পর্যায় থেকে উন্নয়নের ওপর বেশি জোর দিয়েছিলেন।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

শেখ কামালের জন্মদিনে অনুদান পেল শেরপুরের অসচ্ছল ক্রীড়াবিদরা

শেখ কামালের জন্মদিনে অনুদান পেল শেরপুরের অসচ্ছল ক্রীড়াবিদরা

নানা আয়োজনে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন করলো বিসিবি

নানা আয়োজনে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন করলো বিসিবি

চলতি মাসেই শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলন ক্যাম্প

চলতি মাসেই শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলন ক্যাম্প

একক অনুশীলনে যোগ দিচ্ছেন মুমিনুল ও মোস্তাফিজ

একক অনুশীলনে যোগ দিচ্ছেন মুমিনুল ও মোস্তাফিজ