আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের বা’হাতি পেসার রিচ টপলি। সোমবার (৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বিশ্রাম দেওয়া হয় বেন স্টোকস, জো রুট ও জোফরা আর্চারের মতো ক্রিকেটারদের। আর সে সুযোগে প্রায় সাড়ে চার বছর পর দলে জায়গা হয় রিচ টপলির। সর্বশেষ ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন তিনি।
তবে এতদিন পরের প্রত্যাবর্তন যেন ভাগ্যে সইলো না। সিরিজের প্রথম ওয়ানডেতে জায়গা না পেলেও দ্বিতীয় ওয়ানডেতে ঠিকই জায়গা পান। কিন্তু তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ শুরুর আগে অনুশীলনে বাঁ দিকের কুঁচকির চোটে ছিটকে গেলেন তিনি।
আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডতে জায়গা পেয়ে ৯ ওভার বল করে এক মেইডেনসহ নিয়েছেন টপলি। জো ডেনলির পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি।
মঙ্গলবার (৪ আগস্ট) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে দুইদল। যেখানে ২-০ তে সিরিজ জিতে হোয়াইটওয়াশ করার স্বপ্ন বুনছেন মরগানরা। আর এদিকে সাত্বনার জয় হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষে মাঠে নামবে আইরিশরা।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]