বর্তমান সময়ে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টগুলোতে আগ্রহের সংখ্যাটাও বেশ। টি-টোয়েন্টি লিগগুলো দিয়ে বেশ লাভবানও হচ্ছেন সবাই। আর সে কারণেই আন্তর্জাতিক ম্যাচের চেয়ে বেশি-বেশি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ চান ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ডেভ ক্যামেরন।
সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমি আরও লম্বা আইপিএল দেখতে চাই। আইপিএল বিশ্বের সবচেয়ে বেশি জনপ্রিয় আসর। পাশাপাশি অস্ট্রেলিয়া, ইংল্যান্ডসহ অন্যান্য দেশের লিগও লম্বা হোক, আমি এটাই চাই। টি-টোয়েন্টি লিগ এখন সবচেয়ে বেশি লাভজনক। ক্রিকেটাররাও টি-টোয়েন্টি লিগের ব্যাপারে আগ্রহী। লিগের জনপ্রিয়তা সারা বিশ্বের ছড়িয়ে দিতে হবে। এ জন্য আন্তর্জাতিক ক্রিকেট কমিয়ে দিতে হবে। আইসিসি টুর্নামেন্ট থেকে ছোট দেশগুলোর লাভ কম হবে। তবে টি-টোয়েন্টি লিগ খেললে বেশি লাভবান হবে।’
ক্রিকেটের সবচেয়ে ঐতিহ্যবাহী ফরম্যাট টেস্ট ক্রিকেট। তবে টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ দেখছেন না ক্যামেরন। তিনি মনে করেন, এটি একটি অলাভজনক ফরম্যাট। এটি ছোট দেশগুলোর জন্য বাধ্যতামূলক হওয়ার দরকার নেই। ছোট দেশগুলোর টেস্টের দিকে নজর দেওয়া উচিত হবে না।
তিনি বলেন, 'আসলে ইচ্ছে হলে টেস্ট ক্রিকেট খেলবে আর না হলে খেলবে না। এমন নিয়ম হওয়া উচিত। বিশেষ করে ছোট দলগুলোর জন্য বাধ্যতামূলক হওয়ার প্রয়োজন নেই। টেস্ট ক্রিকেট দারুণ খেলা। তবে এটা কেবলই ঐতিহ্য। আর কিছুদিন বেঁচে থাকবে টেস্ট ক্রিকেট, সেটাও বড় দেশগুলোর মধ্যে। সত্যি বলতে যতদিন না টেস্ট ক্রিকেট প্রতিযোগিতাপূর্ণ হচ্ছে ততদিন ছোট দেশগুলোর এটাতে মনোযোগ দেওয়া উচিত না, । আমাদের মানতে হবে আমরা পুঁজিবাদী পৃথিবীতে বাস করি।’
উপমহাদেশের বাইরে ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাও আছে ক্যামেরনের। এ ব্যাপারে তিনি বলেন, ‘উপমহাদেশের বাইরে ক্রিকেটকে জনপ্রিয় করার ইচ্ছে আছে। এই পরিকল্পনায় ভারত থাকবে। যে কোনো বড় বৈশ্বিক ব্যাপারে ভারতের সাহায্য লাগবে। কারণ তারাই সবচেয়ে বেশি রাজস্বের উৎস। কিন্তু ক্রিকেটকে আমি চীন ও যুক্তরাষ্ট্রেও জনপ্রিয় করতে চাই।’
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]