প্রাণঘাতি করোনাভাইরাসের মাঝে অনির্দিষ্টকালের জন্য দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা সফর বাতিল করা হয়েছে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) পরিচালক গ্রায়াম স্মিথ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্মিথ বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। যদি আমাদের দেশের সরকার অনুমতি দেয় তবে সেপ্টেম্বরের শুরুর দিকে সফর হতে পারে।’
শ্রীলঙ্কা সফর স্থগিতের ব্যাপারে স্মিথ বলেন, ‘শ্রীলঙ্কা সফরও স্থগিত হয়েছে। আমি আশা করি, সব কিছু স্বাভাবিক হলেই লঙ্কান সফর নভেম্বরে হতে পারে।’
চলতি বছরের জুলাই-অগাস্টে দু’টি টেস্ট এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার কথা ছিলো দক্ষিণ আফ্রিকার।
এছাড়া গত জুনে শ্রীলঙ্কার সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে খেলার কথা ছিল প্রোটিয়াদের। তবে প্রাণঘাতি করোনাভাইরাসের সিরিজ দু’টি স্থগিত করা হয়।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]