অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়ায় সংযুক্ত আবর আমিরাতে মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বর সবচেয়ে বড় ও জমজমাটপূর্ণ ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর। যার জন্য ইতোমধ্যে প্রস্তুতিও শুরু করেছে ভারত ও আরব আমিরাত।
আরব আমিরাতের মাটিতে আইপিএল আয়োজনের জন্য ইতোমধ্যে তাদেরকে অফিসিয়ালি চিঠিও দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে ভারত সরকারের সবুজ সংঙ্কেতের অপেক্ষায় আছে আর আমিরাত। আইপিএলে সূচি এখনও চূড়ান্ত না হলেও আইপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ পটেল জানিয়েছিলেন, আইপিএল শুরু হবে ১৯ সেপ্টেম্বর। যা চলবে ৮ নভেম্বর পর্যন্ত।
৫১ দিনের টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে দেশটির তিনটি ভেন্যুতে। দুবাই, আবু ধাবি ও শারজাহতে হবে টুর্নামেন্টের ৬০টি ম্যাচ। তবে আইপিএলের মাঠে দর্শক রাখার পরিকল্পনা সাজাচ্ছে আয়োজক সংযুক্ত আরব আমিরাত। তবে তা সংযুক্ত আরব আমিরাতের সরকারের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন ইসিবির সেক্রেটারি মুবাশশির উসমানি।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে উসমানি জানান, সরকারের কাছ থেকে ধারণ ক্ষমতার ৩০-৫০ শতাংশ দর্শক স্টেডিয়ামে রাখার অনুমতি পাওয়ার ব্যাপারে আশাবাদী তারা।
তিনি বলেন, ‘আমরা অবশ্যই চাই আমাদের দর্শকদের মর্যাদাপূর্ণ আসরের অভিজ্ঞতা হোক। কিন্তু এর সিদ্ধান্ত সম্পূর্ণ সরকারের ওপর নির্ভরশীল। এখানে বেশিরভাগ ইভেন্টের ক্ষেত্রে ধারণ ক্ষমতার ৩০ থেকে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয় এবং আমরা ওই পরিমাণই চাচ্ছি। সরকারের অনুমতি পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]