ইংল্যান্ডেও করোনা পরীক্ষায় মুক্ত আমির

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১২ এএম, ০১ আগস্ট ২০২০
ইংল্যান্ডেও করোনা পরীক্ষায় মুক্ত আমির

ফাইল ফটো

সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ইংল্যান্ড সফরে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। ১৭ জুলাই (শুক্রবার) দ্বিতীবারের কন্যা সন্তানের বাবা হয়েছেন আমির।

বাবা হওয়ার পর ইংল্যান্ড সফরের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) অবগত করেন আমির। একই সঙ্গে আমিরকে পাকিস্তান দলে যোগদানের অনুমতি দেয় পিসিবি।

ইংল্যান্ডে পৌঁছে বাধ্যতামূলক পাঁচদিনের আইলোশন থাকতে হয় আমিরকে। এ অবস্থায় দু’বার করোনা পরীক্ষা দিয়েছেন আমির। দু’বার তার রিপোর্ট নেগেটিভ এসেছে। এর আগে দেশ থেকে দুইবার করোনা পরীক্ষায় নেগেটিভ হওয়ায় যুক্তরাজ্যে পা রেখেছেন তিনি।

পিসিবি বিবৃতিতে জানিয়েছে, ২৪ জুলাই (শুক্রবার) ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়েন আমির। এরপর যুক্তরাজ্য সরকারের গাইডলাইন অনুযায়ী তাকে পাঁচদিনের আইসোলেশনে থাকতে হয়েছে। এর মধ্যে দুইবার করোনা পরীক্ষা করা হয়। দু’বারই আমিরের করোনা পরীক্ষা নেগেটিভ এসেছে।

টেস্ট থেকে অবসর নেওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে শুধুমাত্র তিন ম্যাচের টি-টায়েন্টি সিরিজ খেলবেন আমির। যা ২৮ আগস্ট (শুক্রবার) থেকে ইংল্যান্ডের মাটিতে শুরু হবে। এরপর ৫ আগস্ট থেকে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে পাকিস্তান।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অনুশীলনের সুযোগ পাচ্ছেন জাতীয় দলের বাইরের ক্রিকেটাররাও

অনুশীলনের সুযোগ পাচ্ছেন জাতীয় দলের বাইরের ক্রিকেটাররাও

করোনা নেগেটিভ হয়ে ইংল্যান্ড যাচ্ছেন রউফ

করোনা নেগেটিভ হয়ে ইংল্যান্ড যাচ্ছেন রউফ

এতদিনেও নির্বাসিত হওয়ার কারণ খুঁজে পাননি আজহারউদ্দিন

এতদিনেও নির্বাসিত হওয়ার কারণ খুঁজে পাননি আজহারউদ্দিন

পিছিয়ে যেতে পারে আইপিএলের ফাইনাল

পিছিয়ে যেতে পারে আইপিএলের ফাইনাল