পাকিস্তানকে নিয়ে ইংল্যান্ডকে ভনের সতর্কবার্তা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৬ এএম, ৩১ জুলাই ২০২০
পাকিস্তানকে নিয়ে ইংল্যান্ডকে ভনের সতর্কবার্তা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে সিরিজ জিতে উিইজডেন ট্রফি পুনরুদ্ধার করে স্বাগতিক ইংল্যান্ড। তবে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে পাকিস্তানকে নিয়ে ইংল্যান্ডকে সতর্ক করলো ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মাইকেল ভন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৪ উইকেটে হেরেছিল স্বাগতিক ইংল্যান্ড। সাউথ্যাম্পটনে প্রথম ম্যাচে হারের পর ম্যানচেস্টারে এসে অবশ্য ঘুরে দাঁড়ায় ইংলিশরা। দ্বিতীয় টেস্টে বেন স্টোকসের বীরত্বে সমতায় ফিরে ইংল্যান্ড আর তৃতীয় টেস্টে ব্রডের দাপটে সিরিজ জিতে উইজডেন ট্রফি পুনরুদ্ধার করে ইংলিশরা।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ হতে না হতেই তিন ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে আতিথেয়তা দিবে ইংল্যান্ড। এর আগে অবশ্য রঙিন পোশাকে আয়ারল্যান্ডকে আতিথেয়তা দিবে মরগানরা। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পরই পাকিস্তানের বিপেক্ষে টেস্ট খেলতে নামবে রুট-স্টোকসরা। আজহার আলীর দলের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে পাকিস্তানকে নিয়ে ইংল্যান্ডকে সতর্ক করলো ভন।

তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে পাকিস্তান অনেক ভালো দল এবং তারা স্বাগতিকদের চমকে দিতে পারে। ইংল্যান্ডের দিক থেকে এটা খুব ভালো জবাব ছিল। আমি ওয়েস্ট ইন্ডিজকে মোটেও অশ্রদ্ধা করছি না, কিন্তু পাকিস্তান তাদের চেয়ে ভালো টেস্ট দল।’

তিনি আরও বলেন, ‘দুই ডানহাতি বাবর আজম ও আজহার আলী খুবই উঁচু মানের ব্যাটসম্যান, যারা জানে ইংলিশ কন্ডিশনে কীভাবে ব্যাট করতে হয়। যদি পাকিস্তান প্রথমে ব্যাট করে, আমি নিশ্চিত যে সেটাই তাদের ভাবনা, বোর্ডে অনেক রান জমিয়ে ইংল্যান্ডকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে।’

৫ আগস্ট থেকে ম্যানচেস্টারে শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। পরের দুই টেস্ট হবে সাউথ্যাম্পটনে। ১৩ ও ২১ আগস্ট হবে ম্যাচ দুটি। স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে সবগুলো ম্যাচই হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

উমর আকমলের নিষেধাজ্ঞার মেয়াদ কমলো

উমর আকমলের নিষেধাজ্ঞার মেয়াদ কমলো

ব্রডকে নিয়ে ইসিবিকে ওয়ার্নারের খোঁচা

ব্রডকে নিয়ে ইসিবিকে ওয়ার্নারের খোঁচা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে মহাচিন্তায় আইসিসি

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে মহাচিন্তায় আইসিসি

৯ দিনের অনুশীলন শেষে ১০ দিনের বিরতি

৯ দিনের অনুশীলন শেষে ১০ দিনের বিরতি