চুক্তির মেয়াদ এখনও দুই বছর বাকি থাকলেও হঠাৎ করেই বরখাস্ত করা হলো আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী লুতফুল্লাহ স্টানিকজাইকে। সোমবার ( এক বিবৃতিতে এমন তথ্য নিশ্চিত করেছে এসিবি।
স্টানিকজাইকে বরখাস্তের ব্যাপারে এক বিবৃতিতে তিনটি কারণ দেখিয়েছে এসিবি। বিবৃতিতে বলা হয় , ‘জরুরি ভিত্তিতে এসিবির প্রধান নির্বাহী হিসেবে আপনার সঙ্গে করা চুক্তিটি বাতিল করা হলো। এসিবির সঙ্গে আপনার শেষ কর্মদিবস হবে ২৯ জুলাই। আপনাকে বরখাস্ত করার কারণ অব্যবস্থাপনা-অসন্তোষজনক পারফরম্যান্স এবং ম্যানেজারদের সঙ্গে দুর্ব্যবহার। যা বোর্ডের নিয়মের মধ্যে পড়ে না।’
এসিবি চেয়ারম্যান ফারহার ইউসুফজাই জানান, অব্যবস্থাপনা-অসন্তোষজনক পারফরম্যান্স এবং দলের ম্যানেজারদের সঙ্গে দুর্ব্যবহারের কারণে বরখাস্ত করা হয়েছে স্টানিকজাইকে। তবে এ ব্যাপারে ভিন্ন কথা স্টানিকজাইয়ের।
তিনি বলেন, ‘আমি বোর্ডের সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদমাধ্যমে খবরটি জানতে পারি। এরপর আমি এসিবির একজন বোর্ড সদস্যের সাথে কথা বলেছি, সে বলেছে এ বিষয়টি এখনও নিশ্চিত নয়। এসিবির গঠনতন্ত্র অনুযায়ী সিইও নিয়োগ দেওয়া হয় বোর্ডের সিদ্ধান্তে এবং এ সম্পর্কিত যেকোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ারও বোর্ডের আছে।’
২০১৯ সালে ইংল্যান্ডের বিশ্বকাপে আফগানিস্তানের চরম বাজে পারফরম্যান্সের পর তিন বছরের চুক্তিতে প্রধান নির্বাহী হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলেন স্টানিকজাই। প্রধান নির্বাহীর দায়িত্ব নেওয়ার আগে জাতীয় দলের মিডিয়া ম্যানেজার ছিলেন তিনি। এসিবির প্রধান নির্বাহী পদের জন্য শীঘ্রই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানিয়েছে এসিবি।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]