করোনা পরবর্তী সময়ে মাঠে ক্রিকেট ফিরলেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের ইংল্যান্ড দলে জায়গা হয়নি পেসার স্টুয়ার্ট ব্রডের। তবে দ্বিতীয় টেস্টেই দলে জায়গা পান তিনি। দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলে ৬ উইকেট নিয়ে জায়গা করে নেন তৃতীয় ও শেষ টেস্টের দলে। আর তৃতীয় টেস্ট যথারীতি অলরাউন্ডিং পারফরম্যান্স দেখিয়েছেন তিনি।
তৃতীয় টেস্টর চতুর্থদিন শেষে এখন পর্যন্ত প্রথম ইনিংসে ব্যাট হাতে ৬২ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৮ উইকেট। এই মুহূর্তে টেস্টে ৫০০ উইকেটের মাইলফলক থেকে এক উইকেট দূরে আছেন তিনি। কিন্তু এর পরেও ইংল্যান্ডের হয়ে তার ভাল পারফরম্যান্স করার তাগিদ কমবে না বলেই মনে করছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল আথারটন।
স্কাই স্পোর্টসে তার কলামে তিনি লিখেছেন, ‘ভাল খেলার খিদের আগুন ব্রডের পেটে জ্বলছে। সে (ব্রড) ৬০০ উইকেটও পেতে পারে। একজন চ্যাম্পিয়ন ক্রীড়াবিদকে তার সাফল্য দেখে ঠিক বিচার করা যায় না। বরং কী ভাবে সে প্রত্যাবর্তন ঘটাচ্ছে, সেটাই তাকে চেনার বড় উপায়। এই সিরিজে যা করে দেখিয়েছে স্টুয়ার্ট ব্রড।’
তিনি আরও যোগ করেন, ‘অনেক খেলোয়াড়কে দেখেছি, দীর্ঘদিন খেলার পরে দল থেকে ছিটকে গেলে তার মনোভাব হয়, অনেক কিছুই তো করলাম ক্রিকেটার জীবনে। স্টুয়ার্ট সেই দলে পড়ে না। ভাল পারফরম্যান্স করার জন্য যে খিদে এই বয়সেও ওর রয়েছে । তাতে ৫০০ উইকেট পেয়েও ও তৃপ্ত হবে না। চাইলে ৬০০ উইকেটও নিতে পারে।’
সিরিজের প্রথম টেস্ট জিতে ১-০ তে এগিয়ে যায় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। তবে ম্যানচেস্টারে দ্বিতীয় টেস্টে বেন স্টোকসের বীরত্বে সিরিজে সমতায় ফিরে স্বাগতিকরা। এদিকে সিরিজ জয়ের জন্য শেষ দিন ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ৩৮৯ রান। যেখানে হাতেেআছে ৮ উইকেট। আর ইংল্যান্ডের টেস্ট জিততে প্রয়োজন ৮ উইকেট। আর কোনভাবে ওয়েস্ট ইন্ডিজ দিন শেষ করতে পারে তাহলে ১-১ সমতায় থেকে শেষ হবে সিরিজ।
[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]